সিভিল সার্জন, গত ২৬ জুন শুক্রবার রেকর্ড সংখ্যক ৮২ জন শনাক্ত হন। শনিবার শনাক্ত হন আরও ৫৪ জন। গত দু'দিনে করোনা আক্রান্ত রোগী বেড়েছে সদর উপজেলায় ৩৮ জন, শাহরাস্তিতে ছয় জন, হাজীগঞ্জে ১৪ জন, হাইমচরে ২২ জন, মতলব উত্তরে মৃত তিন জনসহ ২৫ জন, কচুয়ায় চার জন, ফরিদগঞ্জে ১৩ জন এবং মতলব দক্ষিণ উপজেলায় ১৪ জন।
তিনি জানান, মৃত্যুবরণকারী ছয় জন হচ্ছেন—চাঁদপুর শহরের মাদ্রাসা রোড এলাকার মৃত সামছুল হক (৮০), সদর উপজেলার বিষ্ণুদী এলাকার বোরহান (৬৫), হাজীগঞ্জ পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ডের মকিমাবাদ এলাকার বিলকিছ (৫৫), মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আব্দুল বারেক (৫৬), মতলব উত্তরের ইসলামাবাদ ইউনিয়নের রায়পুর গ্রামের নিত্য লাল (৬৫) এবং একই উপজেলার জাকির হোসেন (৫৫) ।
সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, জেলায় মোট আক্রান্তদের মধ্যে সদরে ৩০৭ জন, হাইমচরে ৬২ জন, মতলব উত্তরে ৬১ জন, মতলব দক্ষিণে ৮৮ জন, ফরিদগঞ্জে ৭৮ জন, হাজীগঞ্জে ৮২ জন, কচুয়ায় ৩৪ জন এবং শাহরাস্তি উপজেলায় ৯৩ জন রয়েছেন।
মোট মৃত ৫৫ জনের মধ্যে জেলা সদরে ১৫ জন, ফরিদগঞ্জে ছয় জন, হাজীগঞ্জে ১৫ জন, শাহরাস্তিতে চার জন, কচুয়ায় পাঁচ জন, মতলব উত্তরে আট জন এবং মতলব দক্ষিণে দুই জন রয়েছেন।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, শুক্রবার জেলায় ২৮০ জনের রিপোর্ট আসে। এর মধ্যে পজিটিভ ৮২ জনের মধ্যে সদর উপজেলায় ৩২ জন, শাহরাস্তিতে ৬ জন, হাজীগঞ্জে ৯ জন, হাইমচরে ১২ জন, মতলব উত্তরে ১০ জন, কচুয়ায় একজন, ফরিদগঞ্জে সাত জন ও মতলব দক্ষিণে পাঁচ জন। এর মধ্যে মৃত মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আব্দুল বারেক (৫৬) এর রিপোর্ট পজিটিভ আসে।