সোমবার (২৯ জুন) বাণিজ্য ও স্বাস্থ্যমন্ত্রী বরাবর লিখিত আবেদনে এই দাবি জানায় ঢাকার ব্যবসায়ীদের সংগঠনটি।
ঢাকা মহানগর দোকান মালিক সমিতির সভাপতি তৌফিক এহেসান স্বাক্ষরিত লিখিত আবেদনে বলা হয়, ‘সরকারের নির্দেশনা অনুযায়ী সকল স্বাস্থ্যবিধি মেনে ঢাকা মহানগরের দোকান ও শপিংমলগুলো সীমিত সময়ের জন্য খোলা থাকছে। সরকারি দীর্ঘ সাধারণ ছুটি চলার সময়ে দোকান ও শপিংমলগুলো বন্ধ থাকার কারণে ক্ষুদ্র ও মাঝারি আকারের ব্যবসায়ীরা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। ’
‘বর্তমানে শপিংমল ও দোকান খোলা থাকলেও স্বল্প সময়ের কারণে ক্রেতাদের উপস্থিতি খুবই কম। এর ফলে ব্যবসায়ীরা তাদের মূলধন হারিয়ে নিঃস্ব হয়ে যাচ্ছেন। সামগ্রিক দিক বিবেচনা করে দোকান ও শপিংমলগুলো সকাল ১০ টা থেকে বিকেল ৪টার পরিবর্তে দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখার সময়সীমা নির্ধারণ করার অনুরোধ জানাচ্ছি।’