আজ সিএসই’র ব্যবস্থাপনা পরিচালক মামুন উর রাশিদ চট্টগ্রামস্থ প্রধান কার্যালয়ে হাসপাতালটির ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোর্শেদ হোসাইন এর কাছে মেশিন দুটি হস্তান্তর করেন | এই মেশিন দুটি করোনা রোগীসহ অন্যান্য রোগীদের সেবার জন্য অত্যন্ত প্রয়োজনীয় ।
এসময় সিএসই’র ব্যবস্থাপনা পরিচালক মামুন উর রাশিদ বলেন "সিএসই বোর্ড এর সম্মানিত পরিচালকবৃন্দ এবং সিএসই ব্রোকারস এর সম্মানিত মালিকদের উদ্যোগে চট্টগ্রাম ষ্টক এক্সচেঞ্জ লিঃ এই কার্যক্রমের সাথে যুক্ত হতে পেরে খুবই আনন্দিত| পূর্ববর্তি সময়েও চট্টগ্রাম ষ্টক এক্সচেঞ্জ সামাজিক দায়বদ্ধতা থেকে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল এর পাশে দাঁড়িয়েছে।"
এ সময় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম মা ও জেনারেল হাসপাতাল এর নির্বাহী সদস্য ড: লায়ন সানাউল্লাহ, ডোনার সদস্য ইঞ্জি জাবেদ আবছার চৌধুরী , উপ -পরিচালক প্রশাসন ড: আশরাফুল করিম এবং সিএসই সিআরও শামসুর রহমান , ডিজিএম মেজবাহ উদ্দিন, সোনিয়া হোসেন, মর্তুজা আলম ,এবং ম্যানেজার মোঃ মিনহাজ উদ্দিন | বিজ্ঞপ্তি।