এছাড়া পুরুষের জন্য বিক্রি হওয়া পণ্যটি ‘ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম’র স্থলে এখন থেকে ‘গ্লো অ্যান্ড হ্যান্ডসাম’ নামে বাজারজাত করা হবে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টিভি’র প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
বিশ্ব জুড়ে চলা বর্ণবাদবিরোধী আন্দোলনের মধ্যে ইউনিলিভারের ‘ফেয়ার অ্যান্ড লাভলি’ ক্রিমের নামকরণ নিয়ে সমালোচনা শুরু হয়। গত কয়েক সপ্তাহের মধ্যে দু্টি আলাদা আবেদনে পণ্যটির উৎপাদন বন্ধ করতে ইউনিলিভারের প্রতি আহ্বান জানায় ১৮ হাজারের বেশি স্বাক্ষরকারী। এসব আবেদনে বলা হয়, এই পণ্যের মাধ্যমে বর্ণবাদ সুবিধা পাচ্ছে এবং কালোবিরোধী মনোভাব উসকানি পাচ্ছে।
বৃহস্পতিবার হিন্দুস্তান ইউনিলিভারের এক বিবৃতিতে বলা হয়েছে, ফেয়ার অ্যান্ড লাভলি’র নাম পরিবর্তন করে নতুন নামে বাজারে আসতে এক সপ্তাহ সময় লাগবে।
উল্লেখ্য, ১৯৭৫ সালে বাজারে আসে ফেয়ার অ্যান্ড লাভলি। গত কযেক দশক ধরে বহু ভারতীয় নাগরিকের আশা আকাঙ্ক্ষার প্রতীক হয়ে ওঠে পণ্যটি।