কারখানাটি সাকারিয়া প্রদেশের হান্দেক জেলায় অবস্থিত। শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে সেখানে প্রথম বিস্ফোরণের শব্দ শোনা যায়।
তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা অধিদপ্তর এক বিবৃতিতে আতশবাজি কারখানায় এ সিরিজ বিস্ফোরণকে ‘দুর্ঘটনা’ হিসেবে অভিহিত করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ভিডিও ফুটেজে বিস্ফোরণের পর কারখানা ও আশপাশের এলাকায় ধোঁয়ার উপস্থিতি দেখা গেছে।
হতাহতদের উদ্ধারে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ৮৫টি অ্যাম্বুলেন্স ও দুটি হেলিকপ্টার পাঠানো হয় বলে টুইটারে জানিয়েছেন তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী ফাহরেতিন কোসা।
আতশবাজি কারখানাটিতে হওয়া প্রথম বিস্ফোরণের শব্দ ৫০ কিলোমিটার দূর থেকেও শোনা যায় বলে জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ও শ্রমমন্ত্রীও দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন, জানিয়েছে তারা।