তথ্য মতে, বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে আজ (৫ জুলাই) মার্কেন্টাইল ব্যাংককে একটি চিঠির মাধ্যমে এ তথ্য জানিয়েছে। চিঠিতে বলা হয়, এ এস এম ফিরোজ আলম এর স্বার্থসংশ্লিষ্ঠ প্রতিষ্ঠানের নামে খেলাপী ঋন থাকায় ব্যাংক কোম্পানি আইন ১৯৯১ এর ১৫(৬) (উ) ধারা বিধান অনুযায়ী এস এম ফিরোজ আলমকে মার্কেন্টাইল ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক নিয়োগে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন দেয়ার সুয়োগ নেই।
জানা গেছে, এর আগে এ এস এম ফিরোজ আলম টানা ৯ বছর মার্কেন্টাইল ব্যাংকের পিরিচালক ছিলেন।
সুত্র মতে,গত ২৪ জুন মার্কেন্টাইল ব্যাংকের ২১তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) নির্বাচিত চার জন পরিচালক হিসেবে অনুমোদন চেয়ে বাংলাদেশ ব্যাংকে চিঠি দেয় ব্যাংকটি। কিন্তু কেন্দ্রীয় ব্যাংক তিন জনকে ব্যাংকের পরিচালক হিসেবে অনুদমাদন দেয়। এই তিন জনের মধ্যে রয়েছেন এ কে এম সাহিদ রেজা, আলহাজ্ব মোশাররফ হোসেন এবং এম আমানউল্লাহ।