খেলাপী ঋনের দায়ে মার্কেন্টাইল ব্যাংকের পরিচালক পদ হারালেন ফিরোজ আলম

খেলাপী ঋনের দায়ে মার্কেন্টাইল ব্যাংকের পরিচালক পদ হারালেন ফিরোজ আলম
পুঁজিবাজারে তালিকাভুক্ত মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ থেকে বাদ পড়লেন এ এস এম ফিরোজ আলম। তিনি ব্যাংকটির উদ্যোক্তাদের একজন ছিলেন।ঋন খেলাপীর দায়ে ফিরোজ আলম ব্যাংকের পরিচালক পদ হারিয়েছেন। বাংলাদেশ ব্যাংক সুত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে আজ (৫ জুলাই) মার্কেন্টাইল ব্যাংককে একটি চিঠির মাধ্যমে এ তথ্য জানিয়েছে। চিঠিতে বলা হয়, এ এস এম ফিরোজ আলম এর স্বার্থসংশ্লিষ্ঠ প্রতিষ্ঠানের নামে খেলাপী ঋন থাকায় ব্যাংক কোম্পানি আইন ১৯৯১ এর ১৫(৬) (উ) ধারা বিধান অনুযায়ী এস এম ফিরোজ আলমকে মার্কেন্টাইল ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক নিয়োগে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন দেয়ার সুয়োগ নেই।

জানা গেছে, এর আগে এ এস এম ফিরোজ আলম টানা ৯ বছর মার্কেন্টাইল ব্যাংকের পিরিচালক ছিলেন।

সুত্র মতে,গত ২৪ জুন মার্কেন্টাইল ব্যাংকের ২১তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) নির্বাচিত চার জন পরিচালক হিসেবে অনুমোদন চেয়ে বাংলাদেশ ব্যাংকে চিঠি দেয় ব্যাংকটি। কিন্তু কেন্দ্রীয় ব্যাংক তিন জনকে ব্যাংকের পরিচালক হিসেবে অনুদমাদন দেয়। এই তিন জনের মধ্যে রয়েছেন এ কে এম সাহিদ রেজা, আলহাজ্ব মোশাররফ হোসেন এবং এম আমানউল্লাহ।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
ইসলামী ব্যাংকে এস আলমপন্থি ২০০ কর্মকর্তা বরখাস্ত, ওএসডি ৫ হাজার
বিশেষ যোগ্যতা মূল্যায়ন পরীক্ষা নিয়ে ইসলামী ব্যাংকের বক্তব্য
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ৫৪ গ্রাহকের টাকা উধাও
পাঁচ ব্যাংক চূড়ান্তভাবে একীভূত করতে বসছে প্রশাসক
ডিজিটাল ব্যাংক খোলার আবেদনের সময় বাড়ল
একীভূতকরণে তিন ব্যাংকের সম্মতি, সময় চায় দুটি
একীভূত হতে রাজি গ্লোবাল ইসলামী ব্যাংক
ব্র্যাক ব্যাংকের নতুন এমডি ও সিইও হলেন তারেক রেফাত উল্লাহ খান
ঋণ, ওভারড্রাফট ও গ্যারান্টির জন্য মাস্টার সার্কুলার জারি