খেলাপী ঋনের দায়ে মার্কেন্টাইল ব্যাংকের পরিচালক পদ হারালেন ফিরোজ আলম

খেলাপী ঋনের দায়ে মার্কেন্টাইল ব্যাংকের পরিচালক পদ হারালেন ফিরোজ আলম
পুঁজিবাজারে তালিকাভুক্ত মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ থেকে বাদ পড়লেন এ এস এম ফিরোজ আলম। তিনি ব্যাংকটির উদ্যোক্তাদের একজন ছিলেন।ঋন খেলাপীর দায়ে ফিরোজ আলম ব্যাংকের পরিচালক পদ হারিয়েছেন। বাংলাদেশ ব্যাংক সুত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে আজ (৫ জুলাই) মার্কেন্টাইল ব্যাংককে একটি চিঠির মাধ্যমে এ তথ্য জানিয়েছে। চিঠিতে বলা হয়, এ এস এম ফিরোজ আলম এর স্বার্থসংশ্লিষ্ঠ প্রতিষ্ঠানের নামে খেলাপী ঋন থাকায় ব্যাংক কোম্পানি আইন ১৯৯১ এর ১৫(৬) (উ) ধারা বিধান অনুযায়ী এস এম ফিরোজ আলমকে মার্কেন্টাইল ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক নিয়োগে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন দেয়ার সুয়োগ নেই।

জানা গেছে, এর আগে এ এস এম ফিরোজ আলম টানা ৯ বছর মার্কেন্টাইল ব্যাংকের পিরিচালক ছিলেন।

সুত্র মতে,গত ২৪ জুন মার্কেন্টাইল ব্যাংকের ২১তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) নির্বাচিত চার জন পরিচালক হিসেবে অনুমোদন চেয়ে বাংলাদেশ ব্যাংকে চিঠি দেয় ব্যাংকটি। কিন্তু কেন্দ্রীয় ব্যাংক তিন জনকে ব্যাংকের পরিচালক হিসেবে অনুদমাদন দেয়। এই তিন জনের মধ্যে রয়েছেন এ কে এম সাহিদ রেজা, আলহাজ্ব মোশাররফ হোসেন এবং এম আমানউল্লাহ।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

বিদেশি ডেবিট কার্ডে অর্থ তোলা বন্ধ করল ইবিএল
এসবিএসি ব্যাংকের নতুন এএমডি নূরুল আজীম
বছরজুড়ে আলোচনায় খেলাপি ঋণ, সুদহার ও বিনিময়হার
বিকাশের প্রধান যোগাযোগ কর্মকর্তা মাহফুজ মারা গেছেন
ন্যাশনাল ব্যাংকের নতুন পর্ষদের ৩ কমিটি গঠন
ব্যাংকে চাকরির আবেদনের বয়সসীমা শিথিল
মাসিক সঞ্চয় হিসাব খোলা যাচ্ছে বিকাশ অ্যাপে
ফের এবিবির চেয়ারম্যান সেলিম আর এফ হোসেন
অফিসার পদে ৭৮৭ জনকে নিয়োগ দেবে সরকারি ৫ ব্যাংক
ন্যাশনাল ব্যাংকের নতুন পরিচালক হলেন যারা