গ্যাজপ্রমের সিইইউ অ্যালেক্সি মিলার বলেছেন, রাশিয়ার রুবল ও চীনের ইউয়ান ব্যবহার করা গ্যাজপ্রম এবং চীনের জাতীয় পেট্রোলিয়াম করপোরেশন দুই পক্ষের জন্যই ‘লাভজনক’ হবে।
তিনি আরও বলেছেন, ডলার বাদে লেনদেন করার ক্ষেত্রে অন্য কোম্পানিগুলোর কাছে এটি একটি উদাহরণ হয়ে থাকবে।
এদিকে ইউক্রেনে হামলা করার পর রাশিয়ার সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে গেছে পশ্চিমা দেশগুলোর। তারা রাশিয়ার ওপর অসংখ্য নিষেধাজ্ঞা আরোপ করেছে। এ কারণে এখন নিজেদের পশ্চিমা প্রভাবমুক্ত করতে চাচ্ছে রাশিয়া। তাদের সঙ্গে এক্ষেত্রে যোগ দিয়েছে চীনও। সূত্র: রয়টার্স