ভারতীয় সংবাদ মাধ্যম জিনিউজ জানিয়েছে, পুনথুরায় জোরকদমে করোনা পরীক্ষার পাশাপাশি মোতায়েন করা হয়েছে ২৫ জনের কমান্ডোর একটি দল ৷ গোটা গ্রাম এখন তাদের নজরদারিতে ৷ অপ্রয়োজনে বাড়ির বাইরে বেরলে ও করোনা বিধি না মানলেই ঘাড় ধরে নিয়ে যাওয়া হচ্ছে কোয়ারেন্টাইনে ৷
কমান্ডো মোতায়েনের আগেই গ্রামবাসীদের সতর্ক করে মাইকিংও করা হয় ৷ অপ্রয়োজনীয় কারণে বাড়ি থেকে বেরিয়ে ঘোরাঘুরি করলেই তুলে নিয়ে যাবে কমান্ডো ৷
বিজয়ন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ৫ দিনে প্রায় ৬০০ জনের করোনা পরীক্ষা হয়েছে এই গ্রামে। যার মধ্যে ১১৯ জনের পজিটিভ এসেছে। পুনথুরা গ্রামে বেশ কয়েকজন করোনা সুপার স্প্রেডার রয়েছেন বলে অনুমান ৷ কোনো এক ব্যক্তির থেকে ৬ জন বা তার বেশি লোক করোনা আক্রান্ত হলেই তাকে ‘সুপার স্প্রেডার’ বলা হয় ৷ এই গ্রামের অধিকাংশের জীবিকা মাছ ধরা ৷
জানা গেছে, মৎসজীবীদের এই গ্রামে প্রথম একজন মাছ ব্যবসায়ীর থেকেই করোনা ছড়িয়ে পড়ে ৷ আপাতত এই গ্রাম থেকে তামিলনাড়ুতে মাছ ধরতে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে ৷ এমনকী বাইরে থেকে নৌকা নিয়েও কেরালায় ফিরে আসা যাবে না বলে জানিয়েছে রাজ্য সরকার ৷
একইসঙ্গে গোটা গ্রাম সিল করে দেওয়ার পাশাপাশি বাসিন্দাদের যাতে প্রতিদিনের খাবার পেতে অসুবিধা না হয়, তার জন্য বাড়ি বাড়ি ৫ কেজি করে চালও পাঠিয়েছে রাজ্য সরকার৷