আজ (বৃহস্পতিবার) ইন্সটিটিউটের মাল্টিপারপাস হলে আয়োজিত অনুষ্ঠানে শুদ্ধাচার পুরস্কারের জন্য মনোনীত কর্মচারীদের হাতে পুরস্কার প্রদান করা হয়। মোট ৩টি ক্যাটাগরীতে এ পুরস্কার প্রদান করা হয়।
অর্থ মন্ত্রণালয়য়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতাধীন এ প্রতিষ্ঠানের ২য় হতে ৯ম গ্রেডভুক্ত কর্মচারীদের মধ্য হতে জনাব উদয় শুভ রহমান, ডেপুটি হার্ডওয়ার ইঞ্জিনিয়ার, ১০ম হতে ১৬তম গ্রেডভুক্ত কর্মচারীদের মধ্য হতে ব্যক্তিগত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহিল ওয়ারিশ এবং ১৭তম হতে ২০তম গ্রেডভুক্ত কর্মচারীদের মধ্য হতে অফিস সহায়ক বিভূ চাকমাকে শুদ্ধাচার পুরস্কার ২০২১-২২ প্রদান করা হয়।
বিআইসিএম নির্বাহী প্রেসিডেন্ট ড. মাহমুদা আক্তারের সভাপতিত্বে পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী সরকারের অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব অমল কৃষ্ণ মন্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব মোঃ গোলাম মোস্তফা।
এছাড়াও, অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাজমুছ সালহীন, পরিচালক (প্রশাসন ও অর্থ), শুদ্ধাচার ফোকাল পয়েন্ট এ এস এম সায়েম, কোম্পানি সচিবসহ ইন্সটিটিউটের কর্মচারীগণ।