মঙ্গলবার (১৪ জুলাই) রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন জুম অ্যাপে সংযুক্ত হয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন। ট্রলি গ্রহণ করেন বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালকসহ (অপারেশন) বিভাগীয় কর্মকর্তারা।
এ সময় রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেন, রেল তার সেবা বিভিন্নভাবে বৃদ্ধি করছে। এ সেবা বাড়ানোর উদ্যোগে যুক্ত হওয়ায় মধুমতি ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ। আধুনিক এ ট্রলি সেবার মাধ্যমে যাত্রী সেবার মান আরও বৃদ্ধি পাবে বলে আশা করছি।
অনুষ্ঠানে কমলাপুর রেলওয়ে স্টেশনে উপস্থিত ছিলেন মধুমতি ব্যাংকের এমডি মো. শফিউল আজম। এছাড়া এ উদ্বোধন কার্যক্রমে অনলাইনে যুক্ত থেকে বক্তব্য রাখেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব সেলিম রেজা, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. শামসুজ্জামান।