সাধারণ বিনিয়োগকারীর ক্যাপিটাল গেইনে কর নয়: এনবিআর

সাধারণ বিনিয়োগকারীর ক্যাপিটাল গেইনে কর নয়: এনবিআর

শেয়ারবাজারের ব্যক্তি (সাধারণ) বিনিয়োগকারীদের ক্যাপিটাল গেইনের উপর নতুন করে কর আরোপ করা হয়নি বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সংস্থাটি বলছে কর সংক্রান্ত নতুন নির্দেশনার ভুল ব্যাখ্যা করছে অনেকে। এ নির্দেশনা কার্যকর হবে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ক্ষেত্রে।


এনবিআরের কর নীতির দ্বিতীয় সচিব বাপন চন্দ্র দাস বলেন, যে কোনো তালিকাভুক্ত সিকিউরিটিজ থেকে ব্যক্তিগত বিনিয়োগকারীদের ক্যাপিটাল গেইনের উপর আগে থেকেই কর মুক্ত আছে। নতুন করে কোন কর আরোপ করা হয়নি।

তিনি আরও বলেন, তালিকাভুক্ত state-owned enterprise (SOE) শেয়ার এবং সরকারি সিকিউরিটিজ থেকে শুধুমাত্র প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ক্যাপিটাল গেইনের উপর কর আরোপ করা হবে। যা তারা বেসরকারি কোম্পানি থেকে তাদের মূলধন লাভের বিপরীতে পরিশোধ করছে।

পূর্বে রাষ্ট্রীয় মালিকানাধীন এন্টারপ্রাইজ (এসওই) শেয়ার এবং ট্রেজারি বন্ড, বিল এবং অন্যান্য সরকারী ঋণ সিকিউরিটিজ অন্তর্ভুক্ত সরকারী সিকিউরিটিজ স্থানান্তর থেকে ক্যাপিটাল গেইনের উপর করযোগ্য ছিল না। ১৪ সেপ্টেম্বর (বুধবার) ২০২২-২৩ অর্থ বছরের জন্য প্রকাশিত আয়কর পরিপত্রের মাধ্যমে এগুলোকে করযোগ্য করা হয়েছে।

এ বিষয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম অর্থসংবাদকে বলেন, ‘এটা শেয়ারবাজারের ক্ষেত্রে নয়, ওইটা ব্যাংকের ক্ষেত্রে। এই ধোঁয়াশার কারণে বাজারের বেশ ক্ষতি হয়েছে। আজকে বাজার অনেকখানি পড়েছে। বিনিয়োগকারীদের বলব, বিষয়টি ঠিক নয়।’

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন