৪৮০০ কোটি ডলারের রপ্তানি লক্ষ্যমাত্রা

৪৮০০ কোটি ডলারের রপ্তানি লক্ষ্যমাত্রা
পণ্য ও সেবা খাত মিলিয়ে চলতি ২০২০-২১ অর্থবছরের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৮০০ কোটি মার্কিন ডলার। বিদায়ী অর্থবছরের ৫ হাজার ৪ কোটি ডলারের লক্ষ্যমাত্রার চেয়ে ৬০০ কোটি ডলার কম।

যদিও গত অর্থবছরের রপ্তানি আয়ের চেয়ে ১৯ দশমিক ৭৯ শতাংশ বেশি। ২০১৯-২০ অর্থবছরের লক্ষ্যমাত্রার বিপরীতে রপ্তানি আয় হয়েছে ৪ হাজার কোটি ডলারের মতো।

আজ বৃহস্পতিবার রপ্তানি লক্ষ্যমাত্রা নিয়ে অনুষ্ঠিত ব্রিফিংয়ে বাণিজ্যজ্যন্ত্রী টিপু মুনশি এ তথ্য জানান।

জানানো হয়, সদ্য বিদায়ী অর্থবছরে রপ্তানি আয় লক্ষ্যমাত্রার চেয়ে ২৫ দশমিক ২৮ শতাংশ কম হয়েছে। প্রবৃদ্ধি কমেছে ১৪ দশমিক ৮০ শতাংশ। লক্ষ্যমাত্রা অর্জনের কথা বিবেচনা করেই চলতি অর্থবছরে আয়ের লক্ষ্যমাত্রা ৪ হাজার ৮০০ কোটি ডলার নির্ধারণ করা হয়েছে বলে জানান টিপু মুনশি।

মোট লক্ষ্যমাত্রার মধ্যে পণ্য খাতে ৪ হাজার ১০০ কোটি ডলার এবং সেবা খাতে ৭০০ কোটি ডলার নির্ধারণ করা হয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

টানা ৯ দিন বাংলাবান্ধায় আমদানি-রপ্তানি বন্ধ
হিলি দিয়ে ৩৮ দিনে এলো এক লাখ ২০ হাজার টন চাল
চট্টগ্রাম বন্দরে নতুন মাশুল কার্যকর, গড়ে খরচ বাড়লো ৪১ শতাংশ
যুক্তরাষ্ট্রে ৭ মাসে পোশাক রপ্তানি বেড়েছে ২২ শতাংশ
তিন বছর পর হিলি দিয়ে টমেটো আমদানি শুরু
বেনাপোল দিয়ে চাল আমদানি শুরু, দাম কমার আশা
হিলি স্থলবন্দরে দেড় মাসে আয় ১৮ কোটি টাকা
পরিবেশবান্ধব লিড সনদ পেলো আরও ৫ পোশাক কারখানা
মার্কিন শুল্ক হ্রাসের পর স্থগিত কার্যাদেশ ফিরছে, সুবাতাস পোশাকখাতে
ঢাকায় পর্যটন মেলা ৩০ অক্টোবর