জরিমানার কবলে পড়েছেন কাট্টালি টেক্সটাইলের কর্ণধার ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোঃ এমদাদুল হক চৌধুরী, তার স্ত্রী ও কোম্পানিটির চেয়ারম্যান নাসরিন হক এবং ছেলে ও কোম্পানির পরিচালক মো. আনোয়ারুল হক চৌধুরী ও মো. মোকাররম হক চৌধুরী। তবে কোম্পানির মনোনীত পরিচালক ও স্বতন্ত্র পরিচালকদেরকে জরিমানার বাইরে রাখা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) অনুষ্ঠিত বিএসইসির ৭৩২তম কমিশন সভায় এই জরিমানা করা হয়েছে।
গত ২০১৮ সালে কাট্টালি টেক্সটাইল আইপিওর মাধ্যমে ১০ টাকা অভিহিত মূল্যে ৩ কোটি ৪০ লাখ শেয়ার বিক্রি ৩৪ কোটি টাকা সংগ্রহ করে। অত্যন্ত দূর্বল মৌলভিত্তির এই কোম্পানিটি হিসাবকারসাজিসহ নানাভাবে কোম্পানির অবস্থা ভাল দেখিয়ে আইপিও পাশ করিয়ে নেয় বলে তখনই অভিযোগ উঠে। কোম্পানিটিকে ইস্যু ম্যানেজার হিসেবে বাজারে এনেছে এনআরবি ইক্যুইটি। নানা অভিযোগের পরও তৎকালীন কমিশন আইপিও অনুমোধন দেয়।
বিএসইসি সূত্রে জানা গেছে, কাট্টালি টেক্সটাইল প্রসপেক্টাসে বর্ণিত খাতে যথাযথভাবে আইপিওর অর্থ ব্যবহার করেনি। কিন্তু এই তথ্য আড়াল করে বিএসইসির কাছে আইপিওর অর্থ ব্যবহারের মিথ্যা প্রতিবেদন দাখিল করে। পাশাপাশি এ সংক্রান্ত জাল ব্যাংক স্টেটমেন্ট জমা দেয় তারা। এ অপরাধে চেয়ারম্যান ও এমডিসহ পাঁচ পরিচালককে জরিমানা করা হয়।
এদের মধ্যে কাট্টালি টেক্সটাইলে ব্যবস্থাপনা পরিচালক মো. এমদাদুল হক চৌধুরীকে জরিমানা করা হয় ১ কোটি টাকা। চেয়ারম্যান নাসরিন হক, পরিচালক মো. আনোয়ারুল হক চৌধুরী ও মো. মোকাররম হক চৌধুরীর প্রত্যেককে ৫০ লাখ টাকা করে জরিমানা করা হয়।