সভায় সভাপতি ও কোঅর্ডিনেশনের দায়িত্ব পালন করেন উপব্যবস্থাপনা পরিচালক মোঃ আনিসুর রহমান, মিটিংয়ে উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মোঃ রফিকুল ইসলাম, নিজাম উদ্দিন আহমেদ চৌঃ এবং সকল সার্কেল মহাব্যবস্থাপক ও প্রধান কার্যালয়ের ক্রকেডিট পলিছি এন্ড রিস্ক ম্যানেজমেন্ট (সিপিসিআরএমডি), এসএমই, রুরাল কেডিট, বি এস ইউ সি ডি ডিভিশনের প্রধানগণ।
প্রণোদনা প্যাকেজ দ্রুত বাস্তবায়ন বিষয়ে মিটিং এ উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ আনিসুর রহমান, মোঃ রফিকুল ইসলাম, নিজাম উদ্দিন আহমেদ চৌঃ, মহাব্যাবস্থাপক মোঃ মনোয়ার হোসেন, এফ সি এ (সি এফ ও এবং হেড অফ আই সি সি), মহাব্যবস্থাপক মোঃ আব্দুস সালাম মোল্লা, জহরলাল রায়, শেখর চন্দ্র বিশ্বাস, আব্দুল্লাহ আল মামুন নিজ নিজ বক্তব্য তুলে ধরেন।
প্রধান অতিথি মোহম্মদ শামস-উল ইসলাম সকল সার্কেল মহাব্যবস্থাপক ও সংশ্লিষ্ট ডিভিশনের প্রধানদের মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ক্ষতিগ্রস্থদের প্রণোদনা প্যাকেজ দ্রুততম সময়ের মধ্যে সঠিক ভাবে বিতরণের জন্য দিক নির্দেশনা প্রদান করেন। বিশেষ করে এস এম ই খাতে ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়িরা যাতে সঠিক ভাবে প্রনোদনা গ্রহন করতে পারে সে বিষয় খেয়াল রাখার জন্য বিশেষ গুরুত্ব আরোপ করেন।