বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এর আগে ২০১২ সালে ইসলামী ব্যাংক দেশের একমাত্র ব্যাংক হিসেবে প্রথম বিশ্বসেরা ব্যাংকের এ তালিকায় অন্তর্ভুক্ত হয়। এ অর্জনে বাংলাদেশ সরকার, বাংলাদেশ ব্যাংক, নিয়ন্ত্রক সংস্থা, শেয়ারহোল্ডার, গ্রাহক, শুভাকাঙ্ক্ষী ও দেশবাসীসহ সবার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।
উল্লেখ্য, সম্প্রতি ইসলামী ব্যাংক ১ লাখ কোটি টাকা আমানতের মাইলফলক অতিক্রম করেছে। আমানতের পাশাপাশি এ বছরের জুনে অতীতের সব রেকর্ড অতিক্রম করে সর্বোচ্চ বৈদেশিক রেমিট্যান্স আহরণ করেছে। গত এক বছরে ইসলামী ব্যাংক ৩৫ হাজার কোটি টাকা রেমিট্যান্স আহরণ করেছে, যা ৪ হাজার ১৫০ মিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ। বর্তমানে রেমিট্যান্স আহরণে ইসলামী ব্যাংকের মার্কেট শেয়ার ৩২ শতাংশ।
শরিয়াহিভত্তিক ব্যাংকিংয়ের অগ্রপথিক এ ব্যাংকের বর্তমান গ্রাহক সংখ্যা দেড় কোটি। ইসলামী ব্যাংক বর্তমানে ৩৫৭টি শাখা, ৬০টি উপশাখা, ১ হাজার ২০০টি এজেন্ট আউটলেট, ৬৬০টি নিজস্ব ও প্রায় ১১ হাজার শেয়ারড এটিএম ও সিআরএম বুথের মাধ্যমে গ্রাহকদের সেবা প্রদান করছে।বিজ্ঞপ্তি।