আজ মঙ্গলবার ( ২১ জুলাই) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে ওই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২০-জুন’২০) কোম্পানিটি শেয়ার প্রতি লোকসান করেছে ৪৪ পয়সা। গত বছরের একই সময়ে শেয়ার প্রতি আয় হয়েছিল ৩৭ পয়সা।
চলতি হিসাববছরের প্রথম দুই প্রান্তিকে (জানুয়ারি’২০-জুন’২০) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৯ পয়সা। গত বছরের একই সময়ে শেয়ার প্রতি আয় হয়েছিল ৮০ পয়সা।
করোনাভাইরাসের প্রকোপের কারণে আলোচিত প্রান্তিকের বড় সময় জুড়ে আরএকে সিরামিকসের ডিলার ও ডিস্ট্রিবিউটরদের দোকান-অফিস বন্ধ ছিল। কিছুদিন কোম্পানির কারখানায় স্থগিত ছিল উৎপাদন। এসব কারণে আলোচিত প্রান্তিকে কোম্পানিটি লোকসানের কবলে পড়ে বলে জানা গেছে।