আজ মঙ্গলবার (২১ জুলাই) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে ওই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২০-জুন’২০) কোম্পানিটি শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ২৮ পয়সা। গত বছরের একই সময়ে ইপিএস ছিল ৩৮ পয়সা।
চলতি হিসাববছরের প্রথম দুই প্রান্তিকে (জানুয়ারি’২০-জুন’২০) কোম্পানিটির ইপিএস হয়েছে ৭৩ পয়সা। গত বছরের একই সময়ে ইপিএস ৬৮ পয়সা ছিল।
অন্যদিকে প্রথম দুই প্রান্তিকে (জানুয়ারি’২০-জুন’২০) কোম্পানিটির শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ বা ক্যাশ ফ্লো ছিল ১ টাকা ৬৯ পয়সা। গত বছরের একই সময়ে ক্যাশ ফ্লো ১ টাকা ২১ পয়সা ছিল।
৩০ জুন, ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৩ টাকা ৭৭ পয়সা।
কোম্পানিটি আর্থিক প্রতিবেদনের নোটে জানিয়েছে, করোনাভাইরাসের প্রকোপের প্রভাবে সর্বশেষ প্রান্তিকে (এপ্রিল’২০-জুন’২০) মুনাফা ও ইপিএস কমেছে। তবে কর কাঠামোর পরিবর্তনের প্রভাবে আগের প্রান্তিকে মুনাফা বেশ বৃদ্ধি পাওয়ায় দুই প্রান্তিক মিলিয়ে ইপিএস গত বছরের একই সময়ের চেয়ে কিছুটা বেশি আছে।