মঙ্গলবার ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সিমা সাদাত লারি এ তথ্য জানিয়েছেন। এ নিয়ে ইরানে মোট মৃতের সংখ্যা ১৪ হাজার ৬৩৪ জনে দাঁড়িয়েছে বলে জানান তিনি।
এর আগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে ইরানে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড হয়েছিল গত ৯ জুলাই, ২২১ জন।
নতুন করে আরও মানুষের করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হওয়া নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ২৭৮,৮২৭ জনে পৌঁছেছে বলেও জানান স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র।
মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে ইরানই করোনাভাইরাসে সবচেয়ে পর্যদুস্ত হয়েছে। মহামারীর দ্বিতীয় পর্যায়ে ভাইরাসের তীব্র প্রকোপ মোকাবেলায় হিমশিম খাচ্ছে দেশটি।
হাসপাতালগুলো দ্রুতই রোগীতে ভর্তি হয়ে যাচ্ছে।চিকিৎসাকর্মীও পর্যাপ্ত নেই।