বেঙ্গল গ্রুপের ভাইস চেয়ারম্যানকে নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলির সম্মাননা

বেঙ্গল গ্রুপের ভাইস চেয়ারম্যানকে নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলির সম্মাননা
নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলি থেকে মর্যাদাপূর্ণ সম্মাননা পেয়েছেন বেঙ্গল গ্রুপ অফ ইন্ডাষ্ট্রিজের ভাইস চেয়ারম্যান ও এফবিসিসিআই-এর সভাপতি মো: জসিম উদ্দিন।

“মার্কিন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্কের ৫০ বছর” বিষয়ক অনুষ্ঠানে মো: জসিম উদ্দিনকে এই সম্মননা দেওয়া হয়। যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ড. এ.কে  আবদুল মোমেন, এমপি।

মো: জসিমউদ্দিন বাংলাদেশের প্রথম সফল ব্যবসায়ী যিনি সামগ্রিকভাবে সমাজের উন্নতিতে তার অটল অঙ্গীকারের মাধ্যমে কর্মজীবন, সমাজ এবং পরিবারের অসামান্য অবদানের জন্যে নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলি থেকে এই স্বীকৃতি পেয়েছেন।

বেঙ্গল গ্রুপ অফ ইন্ডাষ্ট্রিজের ভাইস চেয়ারম্যান মনে করেন, এই আয়োজনটি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে অংশীদারিত্বের দ্বার উন্মোচন করবে। তিনি যুক্তরাষ্ট্রে বসবাসরত তৃতীয় এবং চতুর্থ প্রজন্মের বাংলাদেশীদের যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশী ব্যবসাকে তরান্বিত করার আহ্ববান জানান।

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নিউইয়র্কে বাংলাদেশের কনসুলার জেনারেল মোজাম্মদ মনিরুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান এবং নিউইয়র্ক সিটি কোর্টের জাজ সোমা সৈয়দ।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

এনআরবি ডে অ্যাওয়ার্ড পেল বিকাশ
পাবনার সুজানগরে স্বপ্ন’র নতুন আউটলেট
জেসিআই বাংলাদেশ ২০২৪ লোকাল অফিসার্স ট্রেনিং সম্পন্ন
সর্বোচ্চ রেমিট্যান্স ও প্রবাসী সেবায় সম্মাননা পেলো ইসলামী ব্যাংক
ব্র্যাক ব্যাংক ও মেটলাইফের মধ্যে ব্যাংকাসুরেন্স চুক্তি
এসবিএসি ব্যাংকের ৮৯তম শাখা উদ্বোধন
ব্র্যাক ব্যাংক রিডিং ক্যাফেতে ‘বানিয়ালুলু’ নিয়ে আলোচনা
তিন জেলায় বিকাশের পেমেন্ট মেলা
সাফা ‘ওভারঅল উইনার’ ও ‘গোল্ড অ্যাওয়ার্ড’ অর্জন করলো ওয়ালটন
আইএফআইসি ব্যাংকের কম্বল বিতরণ কর্মসূচি উদ্বোধন