মঙ্গলবার ৪ অক্টোবার এ বিষয়টি সম্পর্কে জ্ঞাত দুটি সূত্র এ তথ্য জানিয়েছে। এদিকে, ইলন মাস্কের টুইটার কেনার খবরে প্রতিষ্ঠানটির শেয়ার মূল্য আবার চাঙা হয়ে উঠেছে।
গতকাল টুইটারের শেয়ারমূল্য ১২ দশমিক ৭ শতাংশ বেড়ে ৪৭ দশমিক ৯৩ মার্কিন ডলারে উঠে যায়। এদিকে, ইলন মাস্কের কোম্পানি টেসলার শেয়ারদরও ১.৫ শতাংশ বেড়ে যায়।
ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়, টুইটার কেনার প্রস্তাব দিয়ে একটি চিঠি কর্তৃপক্ষকে পাঠিয়েছেন ইলন মাস্ক। কিন্তু বিষয়টি গোপনীয় হওয়ায় এ বিষয়ে কেউ মুখ খোলেননি।
সোমবার টুইটারকে পাঠানো একটি চিঠিতে মাস্ক বলেন, ডেলাওয়্যারের বিচারক কার্যধারা স্থগিত করলে তিনি মূল শর্তে চুক্তিটি এগিয়ে নিতে চান।
টুইটারের একজন মুখপাত্র রয়টার্সকে বলেন, তারা মাস্কের চিঠি পেয়েছেন। এতে প্রতি শেয়ার ৫৪ দশমিক ২০ ডলার মূল্যে কেনার মূল চুক্তিটি সম্পন্ন করার ইচ্ছা পোষণ করেছেন মাস্ক। তবে টুইটার মাস্কের প্রস্তাবটি গ্রহণ করেছে কিনা তা জানায়নি।