শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি রূপালী ব্যাংক লিমিটেডের বোনাস লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে। কোম্পানিটির রেকর্ড ডেট আগামী ১৬ অক্টোবর।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর আগে ব্যাংকটিকে ২ শতাংশ বোনাস লভ্যাংশের অনুমোদন দিয়েছে।
সূত্র জানায়, রূপালী ব্যাংকের ২ শতাংশ নগদ লভ্যাংশের অনুমোদন প্রত্যাখান করেছিল বাংলাদেশ ব্যাংক। পরে কোম্পানিটি বিএসইসির কাছে ২ শতাংশ বোনাস লভ্যাংশ অনুমোদনের আবেদন করলে কমিশন অনুমতি দেয়।
রূপালী ব্যাংক ৩১ ডিসেম্বর ২০২১ সমাপ্ত হিসাব বছরের জন্য ২ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছিল। কিন্তু বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) প্রথমে এই লভ্যাংশ অনুমোদন করেনি।
রূপালী ব্যাংক বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কাছে ২ শতাংশ বোনাস লভ্যাংশ অনুমোদন পুর্নবিবেচনার জন্য আবেদন করেছিল।