তেল উৎপাদন কমাবে ওপেক, বাড়বে দাম

তেল উৎপাদন কমাবে ওপেক, বাড়বে দাম

তেল উৎপাদনকারী দেশগুলোর সংগঠন ওপেক সিদ্ধান্ত নিয়েছে যে দাম বাড়ানোর জন্য তেলের উৎপাদন কমানো হবে। দিনে ২০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল উৎপাদন কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  




বিশেষজ্ঞেরা বলছেন, বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলে ৮৪ ডলারের কাছাকাছি নামার পরে গতকাল তেলের উৎপাদন কমানোর সিদ্ধান্ত নিয়েছে ওপেক ও রাশিয়াসহ তার সহযোগী দেশগুলো। সিদ্ধান্ত নেওয়া হয়েছে নভেম্বর থেকে দিনে ২০ লক্ষ ব্যারেল তেল কম উত্তোলন করবে তারা।




এ খবরে ইতোমধ্যে ব্রেন্ট ক্রুড ছাড়িয়েছে ৯৩.৫০ ডলার। এই পরিস্থিতিতে দাম আরও বাড়লে লাভ হবে রাশিয়ারই।





বাজারে ওপেকের এ সিদ্ধান্তের প্রভাব পড়তে তিন সপ্তাহ সময় লেগে যেতে পারে। 





এছাড়া অনেক বিশ্লেষক ধারণা করছেন, ওপেক যা করার চেষ্টা করছে তা প্রতিহত করার জন্য যুক্তরাষ্ট্র তার হাতে থাকা তেল বাজারে ছাড়তে পারে। তেলের উৎপাদন যেন না কমানো হয় যুক্তরাষ্ট্র সে দাবি জানিয়ে আসছিল ওপেকের কাছে। কিন্তু তারপরও ওপেকের এই সিদ্ধান্তে নিজেদের হতাশার কথা জানিয়েছে হোয়াইট হাউস।  


আর্কাইভ থেকে

আরও পড়ুন

পা-বিহীন টিকটিকিসহ শতাধিক নতুন প্রজাতির আবিষ্কারের বছর ২০২৩
গলাব্যথা সারাতে কেন লবণ-পানি পান করবেন
থার্টিফার্স্টে মেট্রোরেলের আশপাশে ফানুস না ওড়ানোর অনুরোধ
মাশরাফির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন সোহান
ঢাবির অধীনে এডুকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির সুযোগ
আজ পীরগঞ্জ যাচ্ছেন শেখ হাসিনা
প্রকৃতি ও সংস্কৃতির সমন্বয়ে পরিবেশবান্ধব বাংলাদেশ গড়তে হবে
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করলো সৌদি
প্রথম দিনেই ‘সালার’ আয় ১৭৫ কোটি
টানা তিন বছর মুনাফা না থাকলে ব্যাংকাস্যুরেন্স সেবা নয়