বিদায়ী সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৬টি প্রতিষ্ঠানের মধ্যে ১০১টির শেয়ারদর বেড়েছে। এর মধ্যে শেয়ারদর সবচেয়ে বেশি বেড়েছে ওরিয়ন ফার্মার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, গত সপ্তাহে ওরিয়ন ইনফিউশনের শেয়ারদর ১৬৯ টাকা ৬০ পয়সা বা ২৯ দশমিক ০৪ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর সাপ্তাহিক গেইনারের শীর্ষে উঠে এসেছে।
গেইনার তালিকার দ্বিতীয় স্থানে থাকা বিকন ফার্মার শেয়ারদর ২০ দশমিক ৬২ শতাংশ বেড়েছে। আর তালিকার তৃতীয় স্থানে থাকা নোস্পুল পেপারের শেয়ারদর বেড়েছে ১৬.১৭ শতাংশ।
ডিএসইতে সাপ্তাহিক দর বৃদ্ধি শীর্ষ তালিকায় উঠে অন্য কোম্পানিগুলো হলো- বিডিকম অনলাইন, তমিজউদ্দিন টেক্সটাইল, এপেক্স ফুডস, লুব-রেফ, কোহিনূর কেমিক্যাল, আফতাব অটোমোবাইলস এবং কেয়া কসমেটিকস।