ডিএসই’র তথ্য মতে, আলোচ্য সপ্তাহে ডিএসইতে বাজার মূলধন বেড়েছে ১ হাজার ৭৬২ কোটি ৪০ লাখ ৭৭ হাজার ৬৭৮ টাকা। তবে সপ্তাহটিতে টাকার অংকে শেয়ার লেনদেন কমেছে দুই হাজার ২৭ কোটি ৯৯ লাখ ৮৬ হাজার ৬৬৬ টাকা।
সূত্র মতে, গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ‘ডিএসই এক্স’ ৫৬ দশমিক ৬২ পয়েন্ট বা দশমিক ৮৭ শতাংশ বেড়েছে। সপ্তাহ শেষে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৫৬৯ পয়েন্টে।
অপর দুই সূচকের মধ্যে বাছাই করা কোম্পানিগুলোর সূচক ‘ডিএসই ৩০’ ৩১ দশমিক ১৫ পয়েন্ট বেড়েছে। আর শরীয়াহ ভিত্তিক কোম্পানিগুলোর সূচক ‘ডিএসই এস’ বেড়েছে ২৩ দশমিক ৭৫ পয়েন্ট।
গত সপ্তাহে ডিএসইতে মোট ৩৯৬ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ১৯২টির শেয়ারদরই অপরিবর্তিত ছিল। অপরদিকে শেয়ারদর বেড়েছে ১০১ টি কোম্পানির, বিপরীতে ৯৪টি প্রতিষ্ঠানের শেয়ারদর কমেছে।