অ্যাপলসহ বড় অর্থনীতির ওপর সংঘাতের প্রভাব পড়তে পারে: ইলন মাস্ক

অ্যাপলসহ বড় অর্থনীতির ওপর সংঘাতের প্রভাব পড়তে পারে: ইলন মাস্ক

আইফোন প্রস্তুতকারক অ্যাপলসহ বড় অর্থনীতির ওপর সংঘাতের প্রভাব পড়তে পারে বলে মন্তব্য করেছেন টেসলার প্রধান নির্বাহী এবং বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। খবর: রয়টার্স।





চীনের সাংহাইতে ইলন মাস্কের গাড়ি নির্মাতা কোম্পানি টেসলার একটি বড় কারখানা আছে। চীন ও তাইওয়ানের মধ্যকার উত্তেজনা নিরসনের জন্য পরামর্শ দিয়েছেন ইলন।





ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, বেইজিংয়ের কাছে তাইওয়ানের খানিকটা নিয়ন্ত্রণ দেওয়ার মধ্য দিয়ে সমস্যার সমাধান হতে পারে।





শুক্রবার (৭ অক্টোবর) দ্য ফিন্যান্সিয়াল টাইমস ইলন মাস্কের একটি সাক্ষাৎকার প্রকাশ করে। ওই সাক্ষাৎকারে চীনের ব্যাপারে টেসলা প্রধানের কাছে জানতে চাওয়া হয়।





জবাবে তিনি বলেন, ‘আমার সুপারিশ হলো…তাইওয়ানের জন্য একটি বিশেষ প্রশাসনিক অঞ্চল প্রতিষ্ঠা করা যুক্তিসংগতভাবে প্রীতিকর হবে। হয়তো তা সবাইকে খুশি করবে না।’





সম্প্রতি টুইটার পোস্টে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিরসনে শান্তি প্রস্তাব দিয়েছিলেন ইলন মাস্ক। তিনি বলেছিলেন, ইউক্রেনের যে চারটি অঞ্চল রুশ ফেডারেশনে অন্তর্ভুক্ত করতে রাশিয়া গণভোট করেছে, সেখানে জাতিসংঘের তত্ত্বাবধানে নির্বাচন হতে হবে। ক্রিমিয়াকে আনুষ্ঠানিকভাবে রাশিয়ার অংশ উল্লেখ করে তিনি পরামর্শ দিয়েছিলেন, ক্রিমিয়ায় যেন পানি সরবরাহ নিশ্চিত করা হয় এবং ইউক্রেন যেন নিরপেক্ষ আচরণ করে। নিজের পরিকল্পনার ব্যাপারে হ্যাঁ অথবা না ভোট দিয়ে টুইটার ব্যবহারকারীদের নিজেদের মতামত দিতে বলেন মাস্ক। এ প্রস্তাব দিয়ে ইউক্রেনীয়দের সমালোচনার মুখে পড়েছিলেন তিনি।






আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না