নাভানা ফার্মার লেনদেন শুরু মঙ্গলবার

নাভানা ফার্মার লেনদেন শুরু মঙ্গলবার

প্রাথমিক গণপ্রস্তাবের মাধ্যমে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া নাভানা ফার্মার শেয়ার লেনদেন আগামী মঙ্গলবার (১৮ অক্টোবর) থেকে শুরু হচ্ছে।





নাভানা ফার্মার ব্যাবস্থাপনা পরিচালকের কাছে ডিএসই থেকে পাঠানো একটি চিঠি সূত্রে এ তথ্য জানা গেছে।





চিঠিতে বলা হয়েছে, ওষুধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত হওয়া কোম্পানিটির ট্রেডিং কোড হবে ‘NAVANAPHAR’।





এর আগে, গত ৮ জুন প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়াবাজার থেকে ৭৫ কোটি টাকা মূলধন সংগ্রহের অনুমতি পায় নাভানা ফার্মাসিউটিক্যালস্ লিমিটেড। কাট-অফ প্রাইস নির্ধারণে ৪ জুলাই থেকে ৭ জুলাই পর্যন্ত কোম্পানিটির বিডিং (নিলাম) হয়। পরে কোম্পানিটির কাট-অফ প্রাইস ৩৪ টাকা নির্ধারণ করা হয়।





১৩ সেপ্টেম্বর থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত আইপিও আবেদন চলে। আইপিওতে সাধারণ বিনিয়োগকারীদেরকে প্রতিটি শেয়ারের জন্য মূল্য নির্ধারিত হয়ে ২৪ টাকা।





এদিকে কোম্পানিটির ৯ মাসে (জুলাই ২১-মার্চ ২২) অর্থবছরে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২.৩৯ টাকা। আর বিগত ৫টি আর্থিক বিবরণী অনুযায়ী ভারিত গড় হারে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ২.৫২ টাকা। ২০২২ সালের ৩০ মার্চ কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পত্তি মূল্য (এনএভিপিএস) দাড়িঁয়েছে পূণ:মূল্যায়নসহ ৪৩.৫৩ টাকায়। আর পূণ:মূল্যায়ন ছাড়া এই সম্পদের পরিমাণ ১৯.০২ টাকা।





নাভানা ফার্মাসিউটিক্যালসের কাট-অফ প্রাইস থেকে ৩০% ডিসকাউন্টে আইপিওতে সাধারন বিনিয়োগকারীদের কাছে শেয়ার ইস্যু করা হবে। এছাড়া ফেয়ার ভ্যালু থেকে ২০% উপরে কোম্পানির কর্মকর্তা-কর্মচারীদের কাছে ১৫ শতাংশ শেয়ার ইস্যু করবে। যা ২ বছর লক-ইন থাকবে।





উল্লেখ্য, কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপকের দায়িত্বে রয়েছে এশিয়ান টাইগার ক্যাপিটাল ও ইবিএল ইনভেস্টমেন্টস।


আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফু-ওয়াং সিরামিকের লভ্যাংশ অনুমোদন
এক বছরে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ২০ হাজার কোটি টাকা
ডিএসইতে মোবাইল গ্রাহক-লেনদেন দুটোই কমেছে
বছরজুড়ে পুঁজিবাজারে তালিকাভুক্তির অনুমোদন পেয়েছে ৯ কোম্পানি
পুঁজিবাজারে লেনদেন বন্ধ আজ
বছরের ব্যবধানে পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ৪০ শতাংশ
রবিবার পুঁজিবাজার বন্ধ থাকলেও চলবে দাপ্তরিক কার্যক্রম
লোকসানে ৮ খাতের বিনিয়োগকারীরা
সাপ্তাহিক রিটার্নে মুনাফায় ১০ খাতের বিনিয়োগকারীরা
খাতভিত্তিক লেনদেনের শীর্ষে প্রকৌশল খাত