শরীয়াহ ভিত্তিক সিকিউরিটিজের জন্য বিএসইসির নতুন আইন

শরীয়াহ ভিত্তিক সিকিউরিটিজের জন্য বিএসইসির নতুন আইন

শেয়ারবাজারে শরীয়াহ ভিত্তিক সিকিউরিটিজের ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে আইন প্রণয়ন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।





সম্প্রতি ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (সিকিউরিটিজ মার্কেট শরীয়াহ অ্যাডভাইজরি কাউন্সিল) বিধিমালা, ২০২২ নামের এই বিধিমালার গেজেট প্রকাশিত হয়েছে। বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।





নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে শরীয়াহ কাউন্সিলের অধীনে সব ধরনের শরীয়াহসম্মত সিকিউরিটিজের কার্যক্রম পরিচালিত হবে। এ কাউন্সিলের সদস্য হবে ৯ জন, যার মধ্যে অন্তত ৫ জনকে ইসলামী ফিকহ ও শরীয়াহ সংক্রান্ত বিধিনিষেধ জানতে হবে। এছাড়াও বিভিন্ন খাত, বিশেষ করে সিকিউরিটিজ মার্কেট, ফাইন্যান্স/ব্যাংকিং, আইন ও অ্যাকাউন্টিং খাতের বিশেষজ্ঞদের মধ্য থেকে বাকী সদস্য মনোনীত করা হবে।





বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কাউন্সিলের সদস্যদের মনোনীত করবেন। আর এই কাউন্সিলের শরীয়াহ বেত্তাদের ভোটে এর চেয়ারম্যান নির্বাচিত হবেন।





কাউন্সিলের চেয়ারম্যানসহ সদস্যদের মেয়াদ হবে ৩ বছর। একজন সদস্য পর পর দুই মেয়াদের জন্য মনোনীত হতে পারবেন। তবে বিএসইসি চাইলে দুই মেয়াদের পর এক মেয়াদের বিরতি দিয়ে আবারও যে কোনো ব্যক্তিকে কাউন্সিলের সদস্য মনোনীত করতে পারবে।





শরীয়াহ স্কলার সদস্য হিসেবে নিয়োগ পেতে হলে ন্যুনতম শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে দাওরায়ে হাদিস, কামেল অথবা ইসলামিক স্টাডিজ/ফিকহা অথবা ইসলামিক আইনে স্নাতকোত্তর হতে হবে। আর সংশ্লিষ্ট খাতে থাকতে হবে কমপক্ষে ১০ বছরের অভিজ্ঞতা।





অপরদিকে বিশেষজ্ঞ সদস্যদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হতে হবে ব্যবসায় অনুষদের যে কোনো বিভাগ অথবা ইসলামিক ফাইন্যান্স, অর্থনীতি অথবা আইনে স্নাতকোত্তর। আর সংশ্লিষ্ট খাতের উপর কমপক্ষ্যে একটা সার্টিফিকেট কোর্স করা থাকতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট খাতে কাজ করার ন্যুনতম অভিজ্ঞতা থাকতে হবে ১০ বছর।


আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফু-ওয়াং সিরামিকের লভ্যাংশ অনুমোদন
এক বছরে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ২০ হাজার কোটি টাকা
ডিএসইতে মোবাইল গ্রাহক-লেনদেন দুটোই কমেছে
বছরজুড়ে পুঁজিবাজারে তালিকাভুক্তির অনুমোদন পেয়েছে ৯ কোম্পানি
পুঁজিবাজারে লেনদেন বন্ধ আজ
বছরের ব্যবধানে পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ৪০ শতাংশ
রবিবার পুঁজিবাজার বন্ধ থাকলেও চলবে দাপ্তরিক কার্যক্রম
লোকসানে ৮ খাতের বিনিয়োগকারীরা
সাপ্তাহিক রিটার্নে মুনাফায় ১০ খাতের বিনিয়োগকারীরা
খাতভিত্তিক লেনদেনের শীর্ষে প্রকৌশল খাত