চাঁদপুরকে রক্ষায় অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবি

চাঁদপুরকে রক্ষায় অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবি
চাঁদপুর জেলা শহরকে নদী ভাঙ্গন থেকে রক্ষার জন্য অবৈধ বালু উত্তোলন বন্ধ করতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার দাবি জানিয়েছে ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের সাংবাদিক নেতারা। রোববার (২৬ জুলাই) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন করে এসব দাবি তুলে ধরেন সংগঠনটির নেতৃবৃন্ধ।

মানববন্ধনে সভাপতির বক্তব্যে সংগঠনের সভাপতি মিজান মালিক বলেন, চাঁদপুর আমাদের প্রাণের শহর। আমাদের শেকড় চাঁদপুরে। সেই শহর অব্যাহত নদী ভাঙনে আজ বিলীনের পথে। একইসঙ্গে বেড়ে গেছে নদীর বিভিন্ন অংশ থেকে অবৈধভাবে বালু উত্তোলন। এসব আমাদের পীড়িত করে। তাই আমরা আমাদের নৈতিক দায়িত্ব থেকে এই দাবি জানাচ্ছি। আশাকরি সরকার অতিদ্রুত চাঁদপুরকে নদী ভাঙন থেকে রক্ষা এবং অবৈধ বালু উত্তোলন বন্ধের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন সরকার এবং সাধারণ সম্পাদক রাশেদ শাহরিয়ার পলাশ বলেন, ১৯৭২ সালেই বঙ্গবন্ধু চাঁদপুরকে রক্ষা করার উপর গুরুত্ব দিয়েছিলেন। চাঁদপুরকে কার্যকরভাবে রক্ষা করতে হলে সমন্বিত পদক্ষেপ নিতে হবে। এর কোনো বিকল্প নেই।

সাংগঠনিক সম্পাদক মাজহারুল হক মান্না বলেন, চাঁদপুরের অনেক ইতিহাস ঐতিহ্য রয়েছে। চাঁদপুরকে রক্ষা করতে না পারলে আমরা সেসব ঐতিহ্য হারাবো। তাই দ্রুত চাঁদপুরকে রক্ষায় পদক্ষেপ নিতে হবে।

আয়োজনে সংগঠনের সদস্য এবং ঢাকায় বসবাসরত চাঁদপুরের বিভিন্ন পেষাজীবিরা উপস্থিত ছিলেন। চাঁদপুরকে রক্ষায় কার্যকরী পদক্ষেপ দ্রুত সময়ের মধ্যে না নিলে আরও কঠিন আন্দোলনের কর্মসূচি দিবেন বলে জানান সাংবাদিক নেতৃবৃন্ধ।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা