সিটি ব্যাংকের এমডি মাসরুর আরেফিন করোনায় আক্রান্ত

সিটি ব্যাংকের এমডি মাসরুর আরেফিন করোনায় আক্রান্ত
বেসরকারি দ্য সিটি ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং কবি ও লেখক মাসরুর আরেফিন নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। তিনি বর্তমানে বাসায় আইসোলেশনে আছেন।

আজ রোববার (২৬ জুলাই) সাবেক সচিব ও লেখক হাসনাত আব্দুল হাই ফেসবুকে দেওয়া এক পোস্টে এই তথ্য জানিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক সিটি ব্যাংকের একাধিক কর্মকর্তাও বিষয়টি স্বীকার করেছেন।

জানা গেছে, দু’তিন দিন ধরে জ্বর ও কাশিতে ভুগতে থাকায় শনিবার মাসরুর আরেফিন করোনা পরীক্ষার জন্য নমুনা পরীক্ষা করতে দেন। আজ রোববার তার রিপোর্ট পাওয়া গেছে। পরীক্ষার রিপোর্ট পজেটিভ। তবে জ্বর-কাশি থাকলেও অন্য কোনো জটিলতা নেই। তাই তিনি বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

করোনাকালীন সময়ে ব্যাংকিং সেবা দিতে গিয়ে বিভিন্ন ব্যাংকের সহস্রাধিক কর্মকর্তা-কর্মচারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে কয়েকজন মারাও গেছেন। তবে আক্রান্ত ও মৃতদের বড় অংশ হচ্ছেন তারা, যারা শাখা পর্যায়ে গ্রাহক সেবা দিয়ে থাকেন।

মাসরুর আরেফিনই কোনো ব্যাংকের শীর্ষ নির্বাহী যিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

গত ২৬ এপ্রিল সিটি ব্যাংকের মানসম্পদ বিভাগের কর্মকর্তা মুজতবা শাহরিয়ার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান। করোনায় সেটিই ছিল কোনো ব্যাংকারের প্রথম মৃত্যু। ওই ঘটনায় ফেসবুকে খুবই আবেগঘন একটি স্ট্যাটস দিয়েছিলেন মাসরুর আরেফিন। আর ওই স্ট্যাটাসে সবাইকে পরামর্শ দিয়েছিলেন, কেউ যেন করোনাভাইরাসকে হালকাভাবে না নেন এবং সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেন। নিশ্চয়ই মাসরুর আরেফিনও যথেষ্ট সতর্ক ছিলেন। এরপরও তার আক্রান্ত হওয়ার বিষয়টি আবারও প্রমাণ করছে, করোনাভাইরাস আসলেই মারাত্মক। তাই সতর্কতা ও স্বাস্থ্যবিধিতে কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো