এই প্রথম বেনাপোল বন্দরে রেল ওয়াগান থেকে আমদানি পণ্য হ্যান্ডলিং করা হয়। ফলে খাদ্যদ্রব্য ও পচনশীল পণ্য আমদানিতে সৃষ্টি হলো নতুন দোয়ার। বাঁচবে সময় ও খরচ, ৩ ঘণ্টায় পণ্য পৌঁছাবে বাংলাদেশে। লাভবান হবে দু'দেশের ব্যবসায়ীরা।
শুক্রবার ভারতের মাঝেরহাট থেকে রেল কন্টিনারটি ছেড়ে রবিবার বেলা ১২টার দিকে পৌঁছায় বেনাপোল রেল ষ্টেশনে। পরে বন্দরের ২২নং গেটের সামনে থেকে বিকাল তিনটার দিকে ব্লেড, শ্যাম্পু, প্যান্টপিস লেজারসহ বিভিন্ন পণ্য আনলোড করা হয়।
৬টি আমদানিকারক প্রতিষ্ঠান ৫০টি ট্রেনে করে সাড়ে ৭শ টন পণ্য আমদানি করে। এসময় উপস্তিত ছিলেন বেনাপোল কাষ্টম কমিশনার মো. আজিজুর রহমান, বন্দর উপ পরিচালক প্রশাসন মামুন তরফদার, এসি আকরাম হোসেন, পাকশি রেলের ডিভিশনাল কর্মাশিয়াল অফিসার ফয়াদ হোসেন আনন্দ, সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন ও ষ্টাফ এসোসিয়েশনের সেক্রেটারী সাজেদুর রহমান প্রমুখ।