ইউরো-সিজেএফবি পুরস্কার পেলেন সংগীতশিল্পী সাব্বির নাসির

ইউরো-সিজেএফবি পুরস্কার পেলেন সংগীতশিল্পী সাব্বির নাসির
কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি) আনুষ্ঠানিকভাবে গতকাল শনিবার সন্ধ্যায় ঘোষণা করে ইউরো-সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড-২০১৯। এবার ছিল ১৯তম আসর। সেখানে সেরা প্রতিশ্রুতিশীল তারকা (পুরুষ) ক্যাটাগরিতে ‘হর্ষ’ গানটির জন্য পুরস্কৃত সংগীতশিল্পী সাব্বির নাসির।

করোনা মহামারির কারণে এবার অনলাইনেই অনুষ্ঠিত হয়েছে সিজেএফবির পুরস্কার প্রদানের আয়োজনটি। নাম ঘোষণার সময় সিজেএফবি কমিটির সদস্যরা ছাড়াও ছিলেন স্বনামধন্য সংগীত পরিচালক ও সুরকার শেখ সাদী খান, নাট্যব্যক্তিত্ব ম. হামিদ ও বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু।

‘হর্ষ’ গানটি সবার মন জয় করে পুরস্কার জিতে নিয়েছে। এ গানটিতে কণ্ঠ দিয়েছেন সাব্বির নাসির। গানটি লিখেছেন রাজিব হাসান। গানটির পিয়ানো ট্র্যাক রোমেল আলীর। সুর-সংগীতায়োজন করেছেন মুনতাসীর তুষার। এ জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন সাব্বির নাসির।

পুরস্কার পাওয়ার অনুভূতি জানতে চাইলে গনমাধ্যমকে সাব্বির নাসির বলেন, সিজেএফবি অ্যাওয়ার্ডে সেরা প্রতিশ্রুতিশীল তারকা হিসেবে আমার নাম ঘোষণা করা হয়েছে। তবে নিজেকে আমি শিল্পী মনে করি, তারকা নয়। শিল্পসাধনা মূলত আমাকে প্রভাবিত করে। যেকোনো পুরস্কার বা স্বীকৃতি আনন্দের, অনুপ্রেরণার।

সাব্বির নাসির আরো বলেন, এ সম্মাননা আমার কাজের প্রতি আরো দায়িত্ব বাড়িয়ে দিল। আমি আগামীতে আরো ভালো কাজ করার চেষ্টা করব। ভবিষ্যতে যেন ভালো কাজ করতে পারি, সে জন্য সবার কাছে দোয়া কামনা করছি।

সেইসঙ্গে সাব্বির ইউরো-সিজেএফবি আয়োজক ও সাংবাদিকদের ধন্যবাদ জানিয়েছেন। প্রসঙ্গত, ‘হর্ষ’ গানের মিউজিক ভিডিও নির্মাণ করেন স্বনামধন্য পরিচালক অমিতাভ রেজা চৌধুরী।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো