নতুন উদ্যোক্তা সৃষ্টিতে অর্থায়ন করছে এনআরবিসি ব্যাংক

নতুন উদ্যোক্তা সৃষ্টিতে অর্থায়ন করছে এনআরবিসি ব্যাংক

দেশের তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে অর্থায়নসহ সব ধরনের সহযোগিতা করছে এনআরবিসি ব্যাংক। নতুন নতুন উদ্যোক্তা তৈরিতে প্রত্যন্ত অঞ্চলে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে প্রতিষ্ঠানটি। সোমবার (৭ নভেম্বর) সপ্তাহব্যাপী যুবমেলায় এক আলোচনা অনুষ্ঠানে এসব কথা বলেন এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান এসএম পারভেজ তমাল।





এ সময় অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদফতরের পরিচালক (প্রশিক্ষণ) খন্দকার মো. রুহুল আমিন, পরিচালক (অর্থ) মো. আব্দুর রেজ্জাক, পরিচালক (পরিকল্পনা) এম এ আখের উপস্থিত ছিলেন। রাজধানীর শিল্পকলা অ্যাকাডেমি প্রাঙ্গণে বুধবার থেকে এই মেলার আয়োজন করেছে যুব উন্নয়ন অধিদফতর।





পারভেজ তমাল বলেন, তরুণদের উন্নয়নে সম্পৃক্ত করতে যুব উন্নয়ন অধিদফতরের সঙ্গে চুক্তি করেছে এনআরবিসি ব্যাংক। চুক্তি অনুযায়ী প্রশিক্ষিত যুবকদের সহজ শর্তে ও স্বল্প সুদে ঋণ দেওয়া হবে। নতুন উদ্যোক্তা ও নারী উদ্যোক্তাদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে।





তিনি বলেন, গ্রামের মানুষের কর্মসংস্থানের জন্য জামানতবিহীন ক্ষুদ্র ঋণ কর্মসূচি চালু করা হয়েছে। এনআরবিসি ব্যাংকের লক্ষ্য ক্ষুধা, বেকারত্বমুক্ত সোনার বাংলাদেশ গড়া। এ জন্য যার যে ধরনের সহযোগিতা প্রয়োজন সেই সেবা দিয়ে যাচ্ছে এনআরবিসি ব্যাংক। মানুষের প্রয়োজন মেটাতে মানুষের দোরগোড়ায় উপশাখা স্থাপন করে সেবা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে ৯৩টি শাখার পাশাপাশি ৬৫০টি উপশাখা খোলা হয়েছে।





উল্লেখ্য, ‘প্রশিক্ষিত যুব, উন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ স্লোগানকে ধারণ করে শুরু হওয়া এ মেলায় বিভিন্ন উদ্যোক্তা ও প্রতিষ্ঠান অংশ নিয়েছে। যেখানে যব উন্নয়ন অধিদফতর থেকে প্রশিক্ষণ নেওয়া সফল কর্মীদের বিভিন্ন উদ্ভাবন ও পণ্য প্রদর্শন করা হচ্ছে।





অর্থসংবাদ/কেএ


আর্কাইভ থেকে

আরও পড়ুন

এনআরবি ডে অ্যাওয়ার্ড পেল বিকাশ
পাবনার সুজানগরে স্বপ্ন’র নতুন আউটলেট
জেসিআই বাংলাদেশ ২০২৪ লোকাল অফিসার্স ট্রেনিং সম্পন্ন
সর্বোচ্চ রেমিট্যান্স ও প্রবাসী সেবায় সম্মাননা পেলো ইসলামী ব্যাংক
ব্র্যাক ব্যাংক ও মেটলাইফের মধ্যে ব্যাংকাসুরেন্স চুক্তি
এসবিএসি ব্যাংকের ৮৯তম শাখা উদ্বোধন
ব্র্যাক ব্যাংক রিডিং ক্যাফেতে ‘বানিয়ালুলু’ নিয়ে আলোচনা
তিন জেলায় বিকাশের পেমেন্ট মেলা
সাফা ‘ওভারঅল উইনার’ ও ‘গোল্ড অ্যাওয়ার্ড’ অর্জন করলো ওয়ালটন
আইএফআইসি ব্যাংকের কম্বল বিতরণ কর্মসূচি উদ্বোধন