এভাবেই প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত শিক্ষার্থীদের পদচারণা, আড্ডা, গান আর রাজনৈতিক স্লোগানে সবসময়েই জমজমাট থাকে ক্যাম্পাসের দোকানগুলো। তবে শিক্ষার্থীদের এসব চায়ের আড্ডায় যে যার মত যেখানে সেখানে ফেলছে চায়ের কাপ, প্লেট, চিপসের প্যাকেটসহ নানা খাবার। যা দেখে ক্ষনিকেই ভেঙ্গে যায় মিমির মন। শিক্ষার্থীদের এমন অসচেতনতা তাকে ভাবায়, তারা শিক্ষিত হতে পারলেও কী পেরেছে স্বশিক্ষিত হতে?
শিক্ষার একটি আদর্শ স্থান হলো বিশ্ববিদ্যালয়, যেখানে শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণ করে ভবিষ্যতের জন্য নিজেদের উত্তমরূপে গড়ে তোলে। শিক্ষা প্রতিটি মানুষের জীবনের পাথেয়। একটি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ (শ্রেণী কক্ষ, ক্যাম্পাস) যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তবে সেটা সকলের কাছেই দৃষ্টি নন্দন। কিন্তু বাস্তবে যেন পুরো বিপরীত। বিশ্ববিদ্যালয়ের বর্জ্য ফেলার সুনির্দিষ্ট স্থান না থাকায় রাস্তার আশপাশসহ যেখানে সেখানে ফেলা হচ্ছে আর্বজনা। যা নোংরা ও দূষিত করে তুলেছে পুরো ক্যাম্পাসকে। নষ্ট হচ্ছে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও বিঘ্নিত হচ্ছে শিক্ষার্থীদের লেখাপড়া।
এদিকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করলেও প্রকৃত শিক্ষার প্রয়োগ বাস্তবে নেই বললেই চলে। দেখা যাচ্ছে যেখানে সেখানে তারা নিজের ইচ্ছা মতো ময়লা ফেলছে। আবার ক্যাম্পাসে অনিয়ন্ত্রিত ভাবে গড়ে ওঠেছে খাবারের দোকান। এমনকি এসব দোকানের খাবারগুলো স্বাস্থ্যসম্মত ভাবে পরিবেশনও করা হচ্ছে না। এমনকি অনেক ক্ষেত্রে ক্যাম্পাসগুলোতে দেখা যায় না ময়লা ফেলার সঠিক ব্যবস্থাপনাও।
এসব দেখে দেখে ক্লান্ত মিমি, তৃতীয় বর্ষ শেষ করে চতুর্থ বর্ষে পা দিয়েছে সে । শিক্ষার্থীদের এমন অসচেতনতার দিকে তাকিয়ে মিমি ভাবছে বিশ্ববিদ্যালয়গুলোকে ক্লাসরুম কেন্দ্রিক শিক্ষা না হয়ে পুরো ক্যাম্পাসকে শেখা আর জানার কেন্দ্রে রূপান্তর করা উচিত।
এতে দেশের বিশ্ববিদ্যালয় শুধু সংশ্লিষ্ট শিক্ষার্থীদের নয় এর বাইরের লোকদের জন্যও নানা বিষয় শেখার কেন্দ্র হয়ে উঠতে পারে। তাই এখনই সময় নিজেদের ক্যাম্পাস পরিষ্কারের পাশাপাশি ছাত্রছাত্রীদের মাঝে পরিবেশ দূষণের বিরুদ্ধে সচেতনতা তৈরির মতো গুরুত্বপূর্ণ কাজটি করার।
এজন্যই সম্প্রতি আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের অন্যতম জনপ্রিয় ক্লিয়ার বেভারেজ ব্র্যান্ড ক্লেমন ‘ক্লিন ক্যাম্পাস গ্রিন ক্যাম্পাস প্রতিযোগিতায়’ অংশ নিয়েছে মিমি। দিচ্ছে ক্যাম্পাস পরিস্কার রাখার নতুন সব ধারণা। মিমির মতো যে কেউ চাইলেই এই প্রতিযোগিতায় নিজের ক্যাম্পাস পরিস্কার রাখার আইডিয়া দিয়ে জিতে নিতে পারেন নগদ ১ লক্ষ টাকা পুরস্কার। এ প্রতিযোগিতার নিয়মাবলি ও তথ্যসহ সকল কার্যক্রম রয়েছে ক্লেমনের ফেসবুক পেজে।
এছাড়াও বিশ্ববিদ্যালয়ে নানান ধরনের সচেতনতামূলক অনুষ্ঠান করা হলেও পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ে এই প্রথম এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করেছে জনপ্রিয় ক্লিয়ার বেভারেজ ব্র্যান্ড ক্লেমন। এ ধরনের প্রতিযোগিতায় গড়ে তুলতে পারে একটি পরিস্কার ও পরিচ্ছন্ন ক্যাম্পাস এবং পরিচ্ছন্ন ভবিষ্যৎ।