টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, প্রাথমিক উপসর্গ থাকায় করোনাভাইরাসের পরীক্ষা করিয়েছিলেন অমিত শাহ। সেখানেই পজিটিভ এসেছে রিপোর্ট।
টুইটে অমিত শাহ লিখেছেন, ‘প্রাথমিক উপসর্গ থাকায় করোনা পরীক্ষা করিয়েছিলাম। রিপোর্ট পজিটিভ এসেছে। শারীরিক অবস্থা ভাল আছে। তবে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী হাসপাতালে ভর্তি হয়েছি।’
অমিত শাহ ভারতীয় রাজনীতিতে গত কয়েক বছর ধরে খুব গুরুত্বপূর্ণ চরিত্র হয়ে উঠেছেন। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হিন্দুত্ববাদী রাজনীতিকে তিনি অন্য মাত্রা দিয়েছেন।
করোনা মহামারীর সময়েও তাকে বেশ সক্রিয় দেখা গেছে। গত কয়েক দিনে তিনি যাদের সঙ্গে মিশেছেন, তাদের সবাইকে আইসোলেশনে থাকতে অনুরোধ জানিয়েছেন।
মোদির সংস্পর্শে এসেছেন কি না, তা এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।