ঈশ্বরদী রফতানি প্রক্রিয়াকরণ এলাকায় (ঈশ্বরদী ইপিজেড) একটি টেক্সটাইল শিল্প স্থাপন করতে যাচ্ছে হংকংভিত্তিক কোম্পানি লুগাং টেকনোলজি (বাংলাদেশ) লিমিটেড। প্রতিষ্ঠানটি এখানে ২ কোটি ২৯ লাখ ৯৪ হাজার ডলার বিনিয়োগ করবে। এতে ৩ হাজার ১৮২ জন বাংলাদেশী নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। প্রতিষ্ঠানটি বার্ষিক ৫ হাজার ১০০ টন সুতা উৎপাদন করবে।
এ লক্ষ্যে বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) আলী রেজা মজিদ এবং লুগাং টেকনোলজি (বাংলাদেশ) লিমিটেডের ভাইস জেনারেল ম্যানেজার ডিং ফেং গতকাল ঢাকাস্থ বেপজা কমপ্লেক্সে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে একটি চুক্তি স্বাক্ষর করেন। বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বেপজার সদস্য (প্রকৌশল) মোহাম্মদ ফারুক আলম, সদস্য (অর্থ) নাফিসা বানু, নির্বাহী পরিচালক (প্রশাসন) মো. জাকির হোসেন চৌধুরী, নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন এবং অতিরিক্ত নির্বাহী পরিচালক (জনসংযোগ) আনোয়ার পারভেজসহ প্রতিষ্ঠানটির প্রতিনিধিরা।
অর্থসংবাদ/এনএন