শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের ৬০০ কোটি টাকা মূল্যের বন্ড অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) ৮৪৫তম কমিশন সভায় বন্ডটির অনুমোদন দেওয়া হয়।
বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. রেজাউল করিম সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
৭ বছর মেয়াদী এ বন্ডটির রেঞ্জ অব ক্যুপন রেট ৭ শতাংশ থেকে ৯ শতাংশ। বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানসহ অন্যান্য যোগ্য বিনিয়োগকারীদের অনুকূলে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বন্ডটি ইস্যু করা হবে।
এই বন্ড ইস্যুর মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অর্থ উত্তোলন করে প্রিমিয়ার ব্যাংক তাদের টায়ার-২ মূলধন ভিত্তি শক্তিশালী করবে। বন্ডটির প্রতি ইউনিট অভিহিত মূল্য ৬০ লক্ষ টাকা।
এই বন্ডের ট্রাস্টি হিসেবে কাজ করবে ডেল্টা ব্র্যাক হাউজিং লিমিটেড ও লিড অ্যারেঞ্জার হিসেবে কাজ করবে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড। এছাড়া বন্ডটিকে অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে (এটিবি) অন্তর্ভূক্ত করার জন্য শর্তারোপ করেছে নিয়ন্ত্রক সংস্থা।