পার্সনাল ফাইন্যান্স ও পুঁজিবাজারে ক্যারিয়ার নিয়ে ব্র্যাক ইপিএল এবার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে

পার্সনাল ফাইন্যান্স ও পুঁজিবাজারে ক্যারিয়ার নিয়ে ব্র্যাক ইপিএল এবার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে
পার্সনাল ফাইন্যান্স এবং পুঁজিবাজারের ক্যারিয়ার নিয়ে ব্র্যাক বিশ্ববিদ্যায়ের ছাত্রদের সাথে একটি সচেতনতামূলক সেশন করছে ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড।

বুধবার (১৬ নভেম্বর) ব্র্যাক বিশ্ববিদ্যায়ে সেশনটি অনুষ্ঠিত হয়।

সেশনটি পরিচালনা করেন ব্র্যাক ইপিএলের হেড অব কর্পোরেট বিজনেস মো: রিফাত হাসান কনক এবং রিসার্চ এসোসিয়েট ফাহিম হাসান। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অকসারের আয়োজনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে ব্র্যাক ইপিএল স্টকের পক্ষ থেকে সঞ্চালনা করেন জিয়াদ এ নাসের এবং অনুষ্ঠান সমন্বয়ে ছিলেন ইসরাত জাহান তমা। সেশনের শুরুতে স্বাগত বক্তব্য দেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এসোসিয়েট ডীন ড. মোহাম্মদ মুজিবুল হক।

অনুষ্ঠানে ব্র্যাক ইপিএল স্টকের পক্ষ থেকে আরো উপস্থিত ছিলেন হেড অব ডিজিটাল বিজনেস এ্যান্ড সার্ভিস ইনোভেশন মো: রকিবুল ইসলাম রুশো, হেড অব রিসার্চ সেলিম আফজাল শাওন এবং হেড অব পাবলিক রিলেশনস মো: আশিকুর রহমান ভূঁইয়া।

অনুষ্ঠান শেষে ছাত্রদের প্রতিক্রিয়া জানতে চাইলে তারা ব্র্যাক ইপিএল স্টককে ধন্যবাদ জানায় এ ধরণের প্রয়োজনীয় বিষয় নিয়ে তাদের সচেতন করার জন্য এবং স্পিকারকে বিভিন্ন প্রশ্নের মাধ্যমে তাদের আগ্রহ প্রকাশ করে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

মাদরাসা শিক্ষার্থীদের জন্য সুখবর
দুর্গাপূজার নিরাপত্তায় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ
৪৭তম বিসিএস প্রিলির ফল প্রকাশ
প্রাথমিকে ছুটি কমিয়ে ৬০ দিন হচ্ছে: মহাপরিচালক
একুশে বইমেলা স্থগিত
বেসরকারি শিক্ষকদের জন্য মাউশির নতুন নির্দেশনা
১২ দিনের টানা ছুটি ঘোষণা, ঢাবিতে সব ক্লাস-পরীক্ষা বন্ধ
ঢাকা স্টক এক্সচেঞ্জে নিয়োগ বিজ্ঞপ্তি, চলছে অনলাইনে আবেদন
এসএসসি-দাখিলের প্রশ্ন তৈরি ইস্যুতে শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা
মাদরাসায় পূজার ছুটি বাতিল চেয়ে প্রধান উপদেষ্টাকে চিঠি