কর্পোরেট চাকরিতে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ

কর্পোরেট চাকরিতে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ

কর্পোরেট চাকরি আমাদের অনেককিছু শেখায়। কঠিন অর্থনৈতিক পরিস্থিতিতেও কীভাবে নিজের চাকরি টিকিয়ে রাখা যায় তা আপনি এখান থেকেই শিখতে পারবেন। জেনে নিন কর্পোরেট চাকরিতে আপনার কোন বিষয়গুলো জানা গুরুত্বপূর্ণ-





নেটওয়ার্কিং-এর বিকল্প নেই





মানুষের সঙ্গে কথা বলা এবং যোগাযোগ রাখা কতটা গুরুত্বপূর্ণ তা হয়তো আপনি জানেন না। বিভিন্ন ডিপার্টমেন্টের লোকজনের সঙ্গে যোগাযোগ রাখা এবং বিভিন্ন ক্ষেত্রে বন্ধু তৈরি করা একটি উপকারী বৈশিষ্ট্য। এর মাধ্যমে আপনি ভালো চাকরি এবং পছন্দের পজিশন পেতে পারেন, যেমনটা আগে হয়তো কখনো চিন্তাও করেননি।





কাজের বিষয়ে স্পষ্টতা থাকা জরুরি





কর্পোরেট জগতে টিকে থাকতে হলে আপনার প্রতিটি কাজে স্পষ্টতা ও স্বচ্ছতা থাকতে হবে। আপনি কী করতে চান এবং আপনার চাকরির নিয়মে কী রয়েছে সেসব বিষয়ে স্পষ্ট থাকুন। কোন কাজটি আপনি বেশি পছন্দ করেন এবং কোনটিতে দক্ষ তা জানান। সে অনুযায়ী পছন্দের কাজটি পেয়ে যেতে পারেন। সেইসঙ্গে যারা সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞ তাদের পরামর্শও নিন।





আপনার থেকেও স্মার্ট ব্যক্তি সেখানে থাকতে পারে





যদি ভেবে থাকেন আপনিই সবার মধ্যে স্পেশাল, তবে আপনার ধারণা ভুল। কর্মক্ষেত্রে আপনার চেয়েও বুদ্ধিমান এবং স্মার্ট অনেকে থাকতে পারেন। তারা তাদের বুদ্ধিমত্তা দিয়ে আপনার থেকে অনেক বেশি সুযোগ-সুবিধা পেতে পারে। তাই আপনার এই ধারণা থেকে বের হয়ে আসতে হবে।





প্রত্যেকের পরামর্শই মন দিয়ে শুনুন





প্রত্যেকের পরামর্শই মন দিয়ে শুনবেন, তাতে সেগুলো যতই অযৌক্তিক হোক না কেন। মেনে চলুন কিংবা না চলুন, কান সব সময় খোলা রাখবেন। কার কোন পরামর্শ কখন কাজে লেগে যাবে তা হয়তো আপনি বুঝতেও পারবেন না। সবার পরামর্শ নিলেও সেই কাজ করবেন, যেটি আপনি করতে চান বা যেটি কার করতে আপনার মন সায় দিচ্ছে।





অন্যরা আপনার কথা ভাববে না





সবাই আপনাকে নিয়ে চিন্তা করছে এমন কল্পনার জগতে বসবাস করবেন না। কর্পোরেট দুনিয়ায় কারোই সময় নেই আপনার কাজ কিংবা আপনাকে নিয়ে ভাবার। হয়তো কিছু ব্যতিক্রম থাকতে পারে, তবে বেশিরভাগ এখানকার বেশিরভাগ কর্মীই নিজেকে এবং সাফল্য নিয়ে ভাবতে থাকে।





অনেকবার প্র‌ত্যাখ্যাত হতে পারেন





এক্ষেত্রে আপনি অনেকবারই প্রত্যাখ্যানের মুখোমুখি হতে পারেন। অনেকবার আপনি চাকরির সুযোগ, পদোন্নতি কিংবা বোনাস থেকে বঞ্চিত হতে পারেন। কিন্তু আপনাকে সহ্য ক্ষমতা বাড়িয়ে এগিয়ে যেতে হবে এবং অপেক্ষা করতে হবে সাফল্যের জন্য। কর্পোরেট জগতে প্রতিষ্ঠা ও সাফল্য পেতে এ ধরনের অভিজ্ঞতার জরুরি। টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে





অর্থসংবাদ/এনএন


আর্কাইভ থেকে

আরও পড়ুন

চার ভুলেই বাড়ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি
নবজাতকের চোখে পুঁজ হলে করণীয়
জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী?
সকালের চার ভুলেই বাড়ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি
দেশি সবুজ মাল্টার যত উপকারিতা
সন্তানের সামনে ভুলেও যেসব আচরণ করবেন না
ক্যানসারের ঝুঁকি কমবে যেসব ব্যায়ামে
কর্মীদের চাপে রাখলে কি অফিস লাভবান হয়, নাকি ক্ষতিগ্রস্ত?
এয়ার কুলারের বাতাস এসির মতো ঠান্ডা হবে ৩ কৌশলে
কিডনি ড্যামেজ হওয়ার ৬ লক্ষণ