‘পোশাক খাতে পেশাগত নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশ সফল’

‘পোশাক খাতে পেশাগত নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশ সফল’

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানিয়েছেন, পোশাক খাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে পেশাগত নিরাপত্তা, শ্রমিকদের সুযোগ-সুবিধা নিশ্চিত করা। এটি বাংলাদেশ সফলভাবে করেছে।





শুক্রবার রাজধানীর উত্তরায় ‘বিজিএমইএ সেন্টার অব ইনোভেশন, ইফিশিয়েন্সি অ্যান্ড ওএসএইচ’-এর গ্লোবাল লঞ্চিং অনুষ্ঠানে তিনি এ কথা জানান।





বাণিজ্যমন্ত্রী বলেন, আমাদের পোশাক খাতে অনেক অর্জন রয়েছে। রানা প্লাজা ট্র্যাজেডির কারণে কিছুটা বেকায়দায় পড়তে হয়েছিল। কিন্তু আমরা সেটি কাটিয়ে উঠেছি। আমরা আমাদের কাজের পরিবেশ, শ্রমিকদের নিরাপত্তা এবং শ্রমিকদের পেশাগত নিরাপত্তার দিকটিও সুরক্ষিত করেছি। আগামী ২০৩০ সালে আমরা ১০০ বিলিয়ন রফতানি লক্ষ্যমাত্রা অর্জন করতে চাই। কিন্তু আমাদের এটাও মনে রাখতে হবে, অর্থ উপার্জন নয়, রফতানি বৃদ্ধিই মূল উদ্দেশ্য।





তিনি বলেন, আমরা এ খাতে অনেক সীমাবদ্ধতার মধ্য দিয়ে যাত্রা শুরু করেছি। কিন্তু এ খাত এখন রফতানিতে প্রধান ভূমিকা পালন করছে। সরকার ও বিজিএমইএর সহযোগিতায় এটি সম্ভব হচ্ছে। আমরা গুটি গুটি পায়ে এ পর্যন্ত এসেছি।





অর্থসংবাদ/এনএন


আর্কাইভ থেকে

আরও পড়ুন

নতুন সুদহার নির্ধারণ করল বাংলাদেশ ব্যাংক
ব্যাগেজ রুলের অপব্যবহারে ধ্বংস হচ্ছে জুয়েলারি শিল্প
বছর ঘুরলেও প্রবাসী আয়ে গতি ফিরেনি
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
গ্রাহক সংখ্যায় দেশসেরা প্রতিষ্ঠান নগদ
বছরজুড়ে আলোচনায় খেলাপি ঋণ, সুদহার ও বিনিময়হার
প্রথম দিনেই ২ লাখের বেশি পণ্যের অর্ডার পেলো ইভ্যালি
তিন মাসের মধ্যে সব দেনা পরিশোধ শুরু করবো
পোশাকশিল্পকে রাজনৈতিক হাতিয়ার না বানানোর অনুরোধ
এক মাসের ব্যবধানে আলুর দাম বেড়েছে ৪৪ শতাংশ