এক মাসের ব্যবধানে আলুর দাম বেড়েছে ৪৪ শতাংশ

এক মাসের ব্যবধানে আলুর দাম বেড়েছে ৪৪ শতাংশ
বাজারে নতুন আলুর সাথে বিক্রি হচ্ছে পুরোনো আলু। তবুও কমেনি দাম। গত বছরের তুরানায় এ বছর একই সময়ে আলুর দাম বেড়েছে ২২৯ শতাংশ। গত এক মাসে আলুর দাম বেড়েছে ৪৪ শতাংশের মতো।

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাব অনুযায়ী, ঢাকায় মানভেদে প্রতি কেজি নতুন ও পুরোনো আলু বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬৫ টাকায়। গত বছরের এ সময়ে ঢাকার বাজারে আলুর কেজি ছিল ১৬ থেকে ২২ টাকা। এক বছরের ব্যবধানে আলুর দাম বেড়েছে ২২৯ শতাংশ।

শুক্রবার (২৯ ডিসেম্বর) কল্যাণপুর, মগবাজার ও হাতিরপুল বাজারের তথ্য নিয়ে এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতি কেজি নতুন আলু বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায় আর পুরোনো আলু বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকায়।

সাধারণত ডিসেম্বর মাসের মাঝামাঝি সময়ে বাজারে নতুন আলু আসে। এরপর এর দাম কমতে শুরু করে বলে জানান ব্যবসায়ীরা। কিন্তু এবার সেটা হয়। আলুর মতো পেঁয়াজের বাজারও এখনও চড়া। প্রতি কেজি নতুন দেশি পেঁয়াজ কিনতে হচ্ছে ৮০ থেকে ১০০ টাকায়। পুরোনো দেশি পেঁয়াজের দাম পড়ছে প্রতি কেজি ১৪০ থেকে ১৫০ টাকা।

গত ১৩ সেপ্টেম্বর আলুর দাম খুচরা পর্যায়ে কেজিপ্রতি ৩৫ থেকে ৩৬ টাকা এবং হিমাগার পর্যায়ে ২৬ থেকে ২৭ টাকা এবং প্রতি কেজি দেশি পেঁয়াজ ৬৪ থেকে ৬৫ টাকা বেঁধে দিয়েছিল সরকার। যদিও ব্যবসায়ীরা এ দাম মানছেন না।

কাফি

আর্কাইভ থেকে

আরও পড়ুন

নতুন সুদহার নির্ধারণ করল বাংলাদেশ ব্যাংক
ব্যাগেজ রুলের অপব্যবহারে ধ্বংস হচ্ছে জুয়েলারি শিল্প
বছর ঘুরলেও প্রবাসী আয়ে গতি ফিরেনি
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
গ্রাহক সংখ্যায় দেশসেরা প্রতিষ্ঠান নগদ
বছরজুড়ে আলোচনায় খেলাপি ঋণ, সুদহার ও বিনিময়হার
প্রথম দিনেই ২ লাখের বেশি পণ্যের অর্ডার পেলো ইভ্যালি
তিন মাসের মধ্যে সব দেনা পরিশোধ শুরু করবো
পোশাকশিল্পকে রাজনৈতিক হাতিয়ার না বানানোর অনুরোধ
এক মাসের ব্যবধানে আলুর দাম বেড়েছে ৪৪ শতাংশ