বিশ্বকাপে উদ্বোধনী ম্যাচের বাঁশি থাকবে যার হাতে

বিশ্বকাপে উদ্বোধনী ম্যাচের বাঁশি থাকবে যার হাতে

রোববার (২০ নভেম্বর) থেকে মাঠে গড়াতে যাচ্ছে কাতার বিশ্বকাপ। ফুটবল ইতিহাসে এটি বিশ্বকাপের ২২তম আসর। আর উদ্বোধনী ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক দেশ কাতার। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়। আর উদ্বোধনী ম্যাচে রেফারি হিসেবে থাকছেন দানিয়েল ওরসাতো। তার বাঁশির শব্দেই শুরু হবে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ।’





ম্যাচে দানিয়েলের সহকারী হিসেবে থাকবেন সিরো কারবোন ও আলেসান্দ্রো গিয়াল্লাতিনি। এছাড়া ভিএআরের দায়িত্বে মাসিমিলিয়ানো ইরাতি। দানিয়েলের মতো তার সব সহযোগীই ইতালির নাগরিক। এর আগে ২০১০ সালে ফিফা রেফারির তালিকায় প্রথমবারের মতো যুক্ত হন তিনি। এরপর শেষ বিশ্বকাপে ২০১৮ সালে ক্রোয়েশিয়া-ডেনমার্ক ম্যাচে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি হিসেবে কাজ করেছিলেন তিনি।





এছাড়া দানিয়েল কখনো কোনো ম্যাচেই মূল রেফারি হিসেবে মাঠে নামেননি। এবারই প্রথমবারের মতো বিশ্বকাপের মাঠে প্রধানের ভূমিকায় থাকবেন তিনি।





অর্থসংবাদ/এনএন


আর্কাইভ থেকে

আরও পড়ুন

২০২৩ সালে বাংলাদেশের সেরা কারা?
সর্বোচ্চ গোলদাতা হয়েই বছর শেষ করলেন রোনালদো
টি-টোয়েন্টিতে বাংলাদেশের সাফল্যের হার ৭১ শতাংশ
ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
ক্রিকইনফোর বর্ষসেরা ওয়ানডে একাদশে বাংলাদেশের নাহিদা
বাংলাদেশ ম্যাচে কে এই নারী আম্পায়ার
সুখের মাউন্ট মঙ্গানুইয়ে বেরসিক বৃষ্টির জয়
টাইগারদের আগামী বছরের কর্মসূচিতে নেই অস্ট্রেলিয়া-ইল্যাংন্ড
মাশরাফির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন সোহান
২০২৬ বিশ্বকাপের সূচি ঘোষণা হতে পারে জানুয়ারিতে