নারীরা নিজেরাই তাদের শত্রু: জয়া বচ্চন

নারীরা নিজেরাই তাদের শত্রু: জয়া বচ্চন

তিন প্রজন্মের তিন নারীর অনুভূতির প্রকাশ নিয়ে অমিতাভ বচ্চনের নাতনি নভ্যার নতুন শো ‘হুয়াট দ্য হেল নভ্যা’ প্রতি শনিবার নতুন একেকটি এডিসোড নিয়ে আসে। শো’টিতে বচ্চন পরিবারের তিন প্রজন্ম জয়া বচ্চন, শ্বেতা বচ্চন এবং নভ্যা নাভেলি নন্দা অভিভাবকত্ব, অর্থ, সম্পর্ক এবং আরো অনেক বিষয় নিয়ে অকপটে কথা বলেন।


‘‘এক মুকুট, অনেক জুতা’ শিরোনামের সর্বশেষ পর্বটি ছিল নারীদের চ্যালেঞ্জগুলো সম্পর্কে, যেগুলো তারা প্রতিনিয়ত মুখোমুখি হচ্ছেন। অনুষ্ঠানের শেষ অংশে নভ্যা বৈষম্য নিয়ে প্রশ্ন তোলেন এবং মেয়েদের চেয়ে ছেলেদের আলাদাভাবে বড় হওয়ার বিষয়ে কথা বলেন।


নাতনির দাবির ভিত্তিতে জয়া বচ্চন বলেছেন, শিক্ষিত নারীদেরও এখন ডাবল স্ট্যান্ডার্ড রয়েছে, যা তিনি পছন্দ করেন না।


পডকাস্টে নভ্যা ছেলে ও মেয়েদের বড় করার বিষয়ে বৈষম্য নিয়ে কথা বলেন। তখন জয়া বচ্চন বলেন, ‘শিক্ষিত নারীদের ডাবল স্ট্যান্ডার্ড থাকে। এটা খুবই দুঃখজনক। তারা নিজেরাই নিজেদের শত্রু। আমি মাঝে মাঝে বলতে চাই কিন্তু বলতে ভালো লাগে না। তবে এটাই সত্য যে নারীরা তাদের নিজেদের শত্রু। ’ এরপর তিনি আরো বলেন, বাচ্চাদের লালন-পালন করা শুধু মায়ের নয়, বাবারও দায়িত্ব।


নভ্যা অভিযোগ জানিয়ে বলেন, তিনি খেলাধুলায় নারীদের আরো বেশি কভারেজ দেখতে চান। ক্রীড়াঙ্গনে বিশেষ করে বাস্কেটবল, টেনিসে পুরুষদের তুলনায় নারীদের অনেক কম পারিশ্রমিক দেওয়া হয়। তাঁর মা শ্বেতা বচ্চন ও দাদি জয়াকে প্রশ্ন ছুড়ে দিয়ে নভ্যা বলেন, কেন এমন ঘটনা ঘটে এবং এই সমস্যা সমাধানের জন্য কি করা যেতে পারে? নাতনির প্রশ্নে জয়া উত্তর দেন, ‘একজন পুরুষের নিরাপত্তাহীনতা এর কারণ। কেউ তাঁর মাথায় ভর করবে, এমন ভাবনাটাই আসলে পুরুষকে নিরাপত্তাহীন অনুভব করায়। সে কারণেই পুরুষ একজন নারীকে প্রতিটি ক্ষেত্রে এবং প্রতিটি উপায়ে নীচে নামানো সহজ মনে করেন। এটি তাদের সেই ধরণের আচরণের ফলাফল।


এপিসোডে নভ্যার মা শ্বেতা বচ্চন উল্লেখ করেছেন যে নারীদের অন্যান্য নারীর প্রতি আরো সহায়ক হওয়া দরকার। জয়া বচ্চন তখন বলেছিলেন যে তিনি নাতনি নভ্যার কাছে খুবই ভাল একজন নারী। জয়া আরো বলেছিলেন, ‘আমি সর্বদা অন্য নারীদের সাহায্য করি এবং সর্বদা তাদের পক্ষে কথা বলি। আমি শুধুমাত্র মা এবং মেয়ের কথা বলিনা। সমগ্র নারী জাতির কথা বলি। ’ তখন শ্বেতা বচ্চন বলেছিলেন, অ্যালব্রাইটের একটি উক্তি আছে, ‘যে নারীরা অন্য নারীদের সাহায্য করে না, তাদের জন্য নরকে একটি বিশেষ স্থান আছে। দানশীলতা নিজের ঘরে থেকেই শুরু করা উচিত সকলের। ’


সূত্র : পিঙ্কভিলা

আর্কাইভ থেকে

আরও পড়ুন

অল্পতেই সব শিখে যায় পদ্ম
২১ কোটির ‘অপারেশন জ্যাকপট’ শুরু ২৯ ডিসেম্বর
বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ১০ তারকা
২০০ কোটির ঘরে ‘ডাঙ্কি’
কাটা পড়লো অ্যানিমেলের ‘আপত্তিকর’ ২৭ মিনিট
‘পুলসিরাত’র জন্য দোয়া চান বুবলী
শীতে গলাব্যথা থেকে মুক্তির ঘরোয়া উপায়
প্রথম দিনেই ‘সালার’ আয় ১৭৫ কোটি
টিভিতে আবারও শুরু হচ্ছে সিসিমপুর
বিটিভি চট্টগ্রাম কেন্দ্রকে আরো আধুনিক করা হবে