বিদেশী কূটনীতিকরা শিষ্টাচারের সঙ্গ আচরণবিধি মেনে চলবেন, প্রত্যাশা মোমেনের

বিদেশী কূটনীতিকরা শিষ্টাচারের সঙ্গ আচরণবিধি মেনে চলবেন, প্রত্যাশা মোমেনের
বাংলাদেশে নিযুক্ত কূটনীতিকরা শিষ্টাচারের সঙ্গে আচরণবিধি মেনে চলবেন বলে প্রত্যাশা করেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। আজ সোমবার মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, এখানে নিযুক্ত কূটনীতিকরা তাদের আচরণবিধি সম্পর্কে অবগত রয়েছেন। তারা তা মেনে চলবেন, এটাই আমাদের প্রত্যাশা। বাংলাদেশ এখন আর কোনো দেশের কলোনি নয়। এটি একটি স্বাধীন ও স্বার্বভৌম রাষ্ট্র।

আমাদের দেশের বিভিন্ন লোকজন বিদেশী কূটনীতিকদের কাছে গিয়ে দেশের অভ্যন্তরীণ বিষয়ে আলোচনা করেন ও পরামর্শ নেন বলে অভিযৈাগ করেন মন্ত্রী। তিনি বলেন, এটি অত্যন্ত দুঃখজনক। এ সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আজ অথবা কাল আমাদের এ সংস্কৃতি পরিবর্তন করতে হবে।

এর আগে গত সপ্তাহে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেছিলেন, এদেশে নিযুক্ত বিদেশী কূটনীতিকরা সীমা অতিক্রম করলে, সরকার যথাযথ ব্যবস্থা নেবে।

সম্প্রতি ঢাকায় নিযুক্ত কয়েকটি দেশের রাষ্ট্রদূতের দেশের অভ্যন্তরীণ কিছু বিষয়ে করা মন্তব্য ঘিরে আলোচনা শুরু হয়। বলা হয়, বিদেশী কূটনীতিকদের মন্তব্যগুলো ভিয়েনা কনভেনশনের আওতায় কূটনৈতিক শিষ্টাচারের সঙ্গে সাংঘর্ষিক।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা