আমাদের দেশের বিভিন্ন লোকজন বিদেশী কূটনীতিকদের কাছে গিয়ে দেশের অভ্যন্তরীণ বিষয়ে আলোচনা করেন ও পরামর্শ নেন বলে অভিযৈাগ করেন মন্ত্রী। তিনি বলেন, এটি অত্যন্ত দুঃখজনক। এ সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আজ অথবা কাল আমাদের এ সংস্কৃতি পরিবর্তন করতে হবে।
এর আগে গত সপ্তাহে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেছিলেন, এদেশে নিযুক্ত বিদেশী কূটনীতিকরা সীমা অতিক্রম করলে, সরকার যথাযথ ব্যবস্থা নেবে।
সম্প্রতি ঢাকায় নিযুক্ত কয়েকটি দেশের রাষ্ট্রদূতের দেশের অভ্যন্তরীণ কিছু বিষয়ে করা মন্তব্য ঘিরে আলোচনা শুরু হয়। বলা হয়, বিদেশী কূটনীতিকদের মন্তব্যগুলো ভিয়েনা কনভেনশনের আওতায় কূটনৈতিক শিষ্টাচারের সঙ্গে সাংঘর্ষিক।