পরিসংখ্যানে বেলজিয়াম-কানাডা লড়াই

পরিসংখ্যানে বেলজিয়াম-কানাডা লড়াই

২০১৮ রাশিয়া বিশ্বকাপের সেমি-ফাইনালিস্ট বেলজিয়াকে ধরা হচ্ছে এবারের আসরের ফেভারিট দলগুলোর একটি হিসেবে। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ কনকাকাফ অঞ্চলের বাছাইয়ে শীর্ষে থেকে বিশ্বকাপের টিকেট পাওয়া কানাডা।





দোহার আহমদ বিন আলী স্টেডিয়ামে 'এফ' গ্রুপের ম্যাচে মুখোমুখি হবে দুই দল। বাংলাদেশ সময় রাত ১টায় (২৪ নভেম্বর) শুরু হবে ম্যাচটি।





দুই দলের আরও কিছু পরিসংখ্যানে চোখ বুলিয়ে নেওয়া যাক :





* দ্বিতীয়বারের মতো বিশ্বকাপে খেলছে কানাডা। প্রথমবার অংশ নিয়েছিল ১৯৮৬ আসরে।





* বিশ্বকাপে এখনও কোনো গোল করতে পারেনি কানাডা।





* ১৯৩০ সালে বিশ্বকাপের প্রথম আসরে খেলা বেলজিয়ামের বিশ্ব সেরার মঞ্চে এটি ১৪তম অংশগ্রহণ।





* বিশ্বকাপে বেলজিয়ামের হয়ে সবচেয়ে বেশি গোল করেছেন রোমেলু লুকাকু, পাঁচ গোল।





* চলতি বছর সেরা গোলরক্ষকের পুরস্কার ইয়াসিন ট্রফি জয়ী বেলজিয়ামের থিবো কোর্তোয়া। ২০১৮ বিশ্বকাপে সেরা গোলরক্ষকের খেতাব 'গোল্ডেন গ্লোভ' জিতেছিলেন তিনি।





* কানাডার বিপক্ষে এখন পর্যন্ত একবার খেলেছে বেলজিয়াম, ১৯৮৯ সালে ম্যাচটি তারা জিতেছিল ২-০ গোলে।





অর্থসংবাদ/কেএ


আর্কাইভ থেকে

আরও পড়ুন

২০২৩ সালে বাংলাদেশের সেরা কারা?
সর্বোচ্চ গোলদাতা হয়েই বছর শেষ করলেন রোনালদো
টি-টোয়েন্টিতে বাংলাদেশের সাফল্যের হার ৭১ শতাংশ
ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
ক্রিকইনফোর বর্ষসেরা ওয়ানডে একাদশে বাংলাদেশের নাহিদা
বাংলাদেশ ম্যাচে কে এই নারী আম্পায়ার
সুখের মাউন্ট মঙ্গানুইয়ে বেরসিক বৃষ্টির জয়
টাইগারদের আগামী বছরের কর্মসূচিতে নেই অস্ট্রেলিয়া-ইল্যাংন্ড
মাশরাফির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন সোহান
২০২৬ বিশ্বকাপের সূচি ঘোষণা হতে পারে জানুয়ারিতে