জানা গেছে, কোম্পানিটির পরিচালক মিস উম্মে খাদিজা মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ১ লাখ শেয়ার ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছেন। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ব্লক মার্কেট থেকে তিনি এ পরিমাণ শেয়ার ক্রয় সম্পন্ন করবেন।
উল্লেখ্য, পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪১ টি কোম্পানির উদ্যোক্তা ও পরিচালকদের সম্মিলিতভাবে ৩০ শতাংশ (পরিশোধিত মূলধনের) শেয়ার ধারণের জন্য নির্দশ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।সেই তালিকায় মেঘনা লাইফও রয়েছে।এ জন্য আগামী ১৩ সেপ্টেম্বর পর্যন্ত সময়সীমা বেধে দিয়েছে বিএসইসি। এই সময়েরে মধ্যে কোম্পানিগুলো ৩০ শতাংশ শেয়ার ধারণের ঘাটতি পূরণে ব্যর্থ হলে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য কঠোর অবস্থানে বিএসইসি। গত ২৯ জুলাই এই আল্টিমেটাম দিয়ে চিঠি দেওয়া হয়েছে বলে কোম্পানিগুলোসহ সংশ্লিষ্ঠ সুত্রে জানা গেছে। চিঠি ইস্যুর ১৫ দিনের মধ্যে শেয়ার কেনার জন্য ঘোষনার বাধ্যবাধকতা জুড়ে দিয়েছে বিএসইসি।