‘অ্যাডপশন অব ক্লাউড কম্পিউটিং ইন ব্যাংকস: অপরচুনিটিজ অ্যান্ড চ্যালেঞ্জেস’ বিষয়ক গোলটেবিল বৈঠক

‘অ্যাডপশন অব ক্লাউড কম্পিউটিং ইন ব্যাংকস: অপরচুনিটিজ অ্যান্ড চ্যালেঞ্জেস’ বিষয়ক গোলটেবিল বৈঠক

বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) অডিটোরিয়ামে ‘অ্যাডপশন অব ক্লাউড কম্পিউটিং ইন ব্যাংকস: অপরচুনিটিজ অ্যান্ড চ্যালেঞ্জেস’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ নভেম্বর) এ গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।





এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এবং বিআইবিএম নির্বাহী কমিটির চেয়ারম্যান আহমেদ জামাল। স্বাগত বক্তব্য রাখেন বিআইবিএম-এর সহযোগী অধ্যাপক এবং পরিচালক (গবেষণা, উন্নয়ন ও কনসালটেন্সী) ড. আশরাফ আল মামুন। বিআইবিএম-এর মহাপরিচালক ড. মোঃ আখতারুজ্জামান গোলটেবিল বৈঠকে সভাপতিত্ব করেন ।





গোলটেবিল বৈঠকে গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন বিআইবিএম-এর সহযোগী অধ্যাপক মোঃ মাহবুবুর রহমান আলম। গবেষণা দলে অন্যান্যের মধ্যে রয়েছেন- বিআইবিএম-এর সহকারী অধ্যাপক মোঃ ফয়সাল হাসান এবং বাংলাদেশ ব্যাংকের সিস্টেম অ্যানালিস্ট (যুগ্ম পরিচালক) এস. এম. তোফায়েল আহমেদ।





অনুষ্ঠানে সম্মানিত আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিআইবিএমের ড. মোজাফফর আহমদ চেয়ার প্রফেসর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক ড. বরকত-এ-খোদা; বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক (প্রোগ্রামিং) দেবদুলাল রায়; মেঘনা ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং সিআইও শ্যামল বোরান দাশ।





এছাড়াও গোলটেবিল বৈঠকে সিনিয়র ব্যাংকার, শিক্ষাবিদ, গবেষক, বিআইবিএম-এর অনুষদ অংশগ্রহণ করেন।


আর্কাইভ থেকে

আরও পড়ুন

এনআরবি ডে অ্যাওয়ার্ড পেল বিকাশ
পাবনার সুজানগরে স্বপ্ন’র নতুন আউটলেট
জেসিআই বাংলাদেশ ২০২৪ লোকাল অফিসার্স ট্রেনিং সম্পন্ন
সর্বোচ্চ রেমিট্যান্স ও প্রবাসী সেবায় সম্মাননা পেলো ইসলামী ব্যাংক
ব্র্যাক ব্যাংক ও মেটলাইফের মধ্যে ব্যাংকাসুরেন্স চুক্তি
এসবিএসি ব্যাংকের ৮৯তম শাখা উদ্বোধন
ব্র্যাক ব্যাংক রিডিং ক্যাফেতে ‘বানিয়ালুলু’ নিয়ে আলোচনা
তিন জেলায় বিকাশের পেমেন্ট মেলা
সাফা ‘ওভারঅল উইনার’ ও ‘গোল্ড অ্যাওয়ার্ড’ অর্জন করলো ওয়ালটন
আইএফআইসি ব্যাংকের কম্বল বিতরণ কর্মসূচি উদ্বোধন