বিদায়ী সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও বেড়েছে। সাপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, গত সপ্তাহের শুরুতে (২৭ নভেম্বর) ডিএসইর পিই রেশিও ছিল ১৪.৪৫ পয়েন্টে। আর সপ্তাহ শেষে (১ ডিসেম্বর) তা অবস্থান করছে ১৪.৫১ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে পিই রেশিও ০.০৬ পয়েন্ট বা ০.৪২ শতাংশ বেড়েছে।
এদিকে সপ্তাহজুড়ে এক্সচেঞ্জটির প্রধান সূচক ‘ডিএসই এক্স’ ৩০ দশমিক ২৬ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। সপ্তাহ শেষে সূচকটি অবস্থান করছে ৬ হাজার ২১৫ পয়েন্টে। এছাড়াও পাঁচ কার্যদিবসে ‘ডিএস ৩০’ সূচকে ২৬ দশমিক ৪৬ পয়েন্ট এবং ‘ডিএসই এস’ সূচকে ১৬ দশমিক ২১ পয়েন্ট যোগ হয়েছে।
গত এক সপ্তাহে ডিএসইতে লেনদেন কমেছে ৪৩ কোটি ৩১ লাখ ৩০ হাজার টাকা। সপ্তাহজুড়ে এক্সচেঞ্জটিতে ২ হাজার ২৪ কোটি ৬৪ লাখ ৫১ হাজার ৫০৬ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আর পাঁচ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে বাজার মূলধন বৃদ্ধি পেয়েছে ১২১ কোটি ৫৯ লাখ ৭৩ হাজার টাকা।