আস্থায় অবিচল গৌরবময় ২৫ বছর লংকাবাংলা সিকিউরিটিজ

আস্থায় অবিচল গৌরবময় ২৫ বছর লংকাবাংলা সিকিউরিটিজ

পুঁজিবাজারের মধ্যস্থকারী প্রতিষ্ঠান লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড ২৫ বছরে পদার্পন করেছে।





শনিবার (৩ ডিসেম্বর) প্রতিষ্ঠানটির নিজ প্রাঙ্গণে একটি অনাড়ম্বর আয়োজনের মাধ্যমে দিনটি উদযাপন করে। এসময় প্রতিষ্ঠানটির সিইও,এক্স-সিইও, ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যান যথাক্রমে তাদের বক্তব্য উপস্থপন করেন।





১৯৯৭ সালে আজকের দিনে CSE-তে প্রথম ট্রেডিং করার মাধ্যমে লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড পুঁজিবাজারে তার কার্যক্রম শুরু করে।





আধুনিক ও প্রযুক্তিনির্ভর সকল পরিষেবা নিয়ে লংকাবাংলা সিকিউরিটিজ বিগত ২৫ বছর ধরে ঢাকা ও চিটাগাং স্টক এক্সচেঞ্জ এ- গ্রাহকদের মনে আস্থার অংশীদারিত্ব করে নিয়েছে। গ্রাহকদের চাহিদা মোতাবেক যুগোপযুগী সকল সেবা প্রদানের লক্ষ্যে সংযোজিত করেছে বহুবিধ ডিজিটাল সেবা। এরই ধারাবাহিকতায়, দেশে সর্বপ্রথম লংকাবাংলার ওএমএস- TradeXpress ট্রেডিং অ্যাপ। এছাড়াও অনলাইনে আইব্রোকার এর মাধ্যমে বিও অ্যাকাউন্ট খোলা, ফান্ড জমা ও উত্তলোন। বিনিয়োগ নির্দেশিকার জন্য উন্মুক্ত ফাইনান্সিয়াল পোর্টাল। এছাড়াও সর্বপ্রথম বিও অ্যাকাউন্টে জীবন বীমা সুবিধা সংযোজন।





এই গৌরবময় ২৫ বছরের অগ্রযাত্রায় লংকাবাংলা সিকিউরিটিজ অর্জন করেছে বিভিন্ন সম্মাননাসমূহ। তার মধ্যে উল্লেখযোগ্য হলো- স্বাধীনতা সুবর্ণজয়ন্তী পুরস্কার ২০২১ সম্মাননা শীর্ষ লেনদেনকারী প্রতিষ্ঠান হিসেবে DSE ও CSE তে- বিগত ১৬ বছর , ISO: 9001:2015 সার্টিফিকেশন এবং আইব্রোকার ও ফাইনান্সিয়াল পোর্টাল পেয়েছে আইসিটি অ্যাওয়ার্ড ।





সর্বশেষে, এই ২৫ বছর ধরে পাশে থাকার জন্য সম্মানিত গ্রাহক, নীতিনির্ধারক, শুভানুধ্যায়ী ও অংশীজনদের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড ।





অর্থসংবাদ/এসএম


আর্কাইভ থেকে

আরও পড়ুন

এনআরবি ডে অ্যাওয়ার্ড পেল বিকাশ
পাবনার সুজানগরে স্বপ্ন’র নতুন আউটলেট
জেসিআই বাংলাদেশ ২০২৪ লোকাল অফিসার্স ট্রেনিং সম্পন্ন
সর্বোচ্চ রেমিট্যান্স ও প্রবাসী সেবায় সম্মাননা পেলো ইসলামী ব্যাংক
ব্র্যাক ব্যাংক ও মেটলাইফের মধ্যে ব্যাংকাসুরেন্স চুক্তি
এসবিএসি ব্যাংকের ৮৯তম শাখা উদ্বোধন
ব্র্যাক ব্যাংক রিডিং ক্যাফেতে ‘বানিয়ালুলু’ নিয়ে আলোচনা
তিন জেলায় বিকাশের পেমেন্ট মেলা
সাফা ‘ওভারঅল উইনার’ ও ‘গোল্ড অ্যাওয়ার্ড’ অর্জন করলো ওয়ালটন
আইএফআইসি ব্যাংকের কম্বল বিতরণ কর্মসূচি উদ্বোধন