8194460 কলাম্বিয়া সিকিউরিটিজের পিওন মারধর করলো সাবেক সিওওকে - OrthosSongbad Archive

কলাম্বিয়া সিকিউরিটিজের পিওন মারধর করলো সাবেক সিওওকে

কলাম্বিয়া সিকিউরিটিজের পিওন মারধর করলো সাবেক সিওওকে

কলাম্বিয়া শেয়ার অ্যান্ড সিকিউরিটিজের সাবেক চিফ অপারেটিং অফিসারকে (সিওও) মারধর করার অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. ইরামুল হকের বিরুদ্ধে বনানী থানায় সাধারণ ডাইরী (জিডি) করেছেন ভুক্তভোগী সুব্রত রায়। অভিযুক্ত অন্যরা হলেন, সিএন্ডপি গ্রুপের কর্মকর্তা বোরহান, কলাম্বিয়া সিকিউরিটিজের পিওন জসিম।





জানা গেছে, সুব্রত রায় তাঁর পরিচিত গ্রাহকের শেয়ার স্থানান্তর করতে চাওয়ায় তিনি এ হামলার শিকার হন। জিডিতে উল্লেখ করা হয়, গত ১৬ অক্টোবর কলাম্বিয়া সিকিউরিটিজের সিওও’র দায়িত্ব ছেড়ে দেন ভুক্তভোগী সুব্রত রায়। এরপর ১৭ নভেম্বর তিনি তাঁর পরিচিত গ্রাহকের শেয়ার স্থানান্তর করার জন্য প্রতিষ্ঠানটির অফিসে যান। অভ্যর্থনা বিভাগে কাগজপত্র জমা দিতে গেলে প্রতিষ্ঠানটির এমডি ইরামুল হক সুব্রত রায়ের মাথায় আঘাত করেন। পরবর্তীতে অপর অভিযুক্তরা তাকে এলাপাতাড়ি মারধর করেন। থানায় অভিযোগ করার চেষ্টা করলে তাকে হত্যার হুমকি দেওয়া হয় বলেও জিডিতে উল্লেখ করা হয়েছে।





বনানী থানার উপ-পরিদর্শক মো. মেহেদী জিডির সত্যতা নিশ্চিত করে জানান, তদন্ত শুরু করার জন্য আদালতের অনুমতি চাওয়া হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।


আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন