অর্থপাচার-ঋণ খেলাপিতে খাদের কিনারে ব্যাংকিং খাত: টিআইবি

অর্থপাচার-ঋণ খেলাপিতে খাদের কিনারে ব্যাংকিং খাত: টিআইবি

ভারত, পাকিস্তান, নেপাল ও ভূটানের শেয়ারবাজারে পতন হয়েছে। তবে দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ ও শ্রীলঙ্কার শেয়ারবাজারে ভিন্ন চিত্র দেখা গেছে।


মঙ্গলবার (৬ ডিসেম্বর) ভারতে বোম্বে স্টক এক্সচেঞ্জের (বিএসই) সূচক ‘সেনসেক্স’ ২০৮ পয়েন্ট কমেছে। লেনদেন শেষে সূচকটি অবস্থান করছে ৬২ হাজার ২২৬ পয়েন্টে। এছাড়াও দেশটির ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের (এনএসই) সূচক ‘নিফটি ৫০’ সূচকও ৫৮ পয়েন্ট কমেছে।


পাকিস্তান স্টক এক্সচেঞ্জের সূচক ‘কেএসই ১০০’ ৫৩৭ পয়েন্ট হারিয়ে অবস্থান করছে ৪১ হাজার ৬১২ পয়েন্টে। নেপাল স্টক এক্সচেঞ্জের সূচক ‘এনইপিএসই’ ৪ দশমিক ৮৭ পয়েন্ট কমেছে। দিন শেষে সূচকটি অবস্থান করছে ১ হাজার ৯৩৩ পয়েন্টে। এছাড়াও ভূটানের শেয়ারবাজারের সূচক ‘বিএসআই’ ০ দশমিক ০৮ পয়েন্ট কমে ১ হাজার ৪৭ দশমিক ৯৮ পয়েন্টে অবস্থান করছে।


দক্ষিণ এশিয়ার শেয়ারবাজারে মঙ্গলবার ভিন্ন চিত্র দেখা গেছে বাংলাদেশ ও শ্রীলঙ্কায়। শ্রীলঙ্কার শেয়ারবাজার কলম্বো স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক ‘এএসপিআই’ ৩৭ দশমিক ৫৯ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। লেনদেন শেষে সূচকটির অবস্থান ৮ হাজার ৮৮১ পয়েন্টে।


এদিকে, সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল্যসূচক বৃদ্ধি পেলেও গত ১৯ মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন হয়েছে। আজ ডিএসইর প্রধান সূচক ‘ডিএসই এক্স’ ১৬ দশমিক ৪৫ পয়েন্ট বেড়েছে। এছাড়াও ‘ডিএস ৩০’ সূচকে ৭ পয়েন্ট এবং ‘ডিএসই এস’ সূচকে ৪ দশমিক ৫২ পয়েন্ট যোগ হয়েছে।


আজ ডিএসইতে ২৭১ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গত ১৯ মাসের মধ্যে এটি সর্বনিম্ন লেনদেন। এর আগে গত বছরের (২০২১) ৫ এপ্রিল এক্সচেঞ্জটিতে ২৩৬ কোটি ৬০ লাখ টাকার লেনদেন হয়েছিল।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

নতুন সুদহার নির্ধারণ করল বাংলাদেশ ব্যাংক
ব্যাগেজ রুলের অপব্যবহারে ধ্বংস হচ্ছে জুয়েলারি শিল্প
বছর ঘুরলেও প্রবাসী আয়ে গতি ফিরেনি
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
গ্রাহক সংখ্যায় দেশসেরা প্রতিষ্ঠান নগদ
বছরজুড়ে আলোচনায় খেলাপি ঋণ, সুদহার ও বিনিময়হার
প্রথম দিনেই ২ লাখের বেশি পণ্যের অর্ডার পেলো ইভ্যালি
তিন মাসের মধ্যে সব দেনা পরিশোধ শুরু করবো
পোশাকশিল্পকে রাজনৈতিক হাতিয়ার না বানানোর অনুরোধ
এক মাসের ব্যবধানে আলুর দাম বেড়েছে ৪৪ শতাংশ